সারদার লুণ্ঠিত টাকায় জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

সারদার লুণ্ঠিত টাকায় জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়,অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

Updated By: May 5, 2014, 09:38 AM IST

তৃণমূল আর সারদা একাকার হয়ে গেছে। বিরোধী দলে থাকতে কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সারদাকাণ্ডে সিবিআই তদন্তের কথা বললেই খেপে যান। বললেন মানিক সরকার। রবিবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মালঞ্চে সিপিআই প্রার্থী নুরুল হুদার সমর্থনে জনসভায় যোগ দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জনসভা থেকে বামপ্রার্থীদের জেতানোর জন্য আবেদন জানান তিনি।

মানিক সরকার অভিযোগ করেন, সারদার লুণ্ঠিত টাকায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়। কেন সারদা কাণ্ডে সিবিআই তদন্ত হচ্ছে না, উত্তর চব্বিশ পরগনার বসিরহটের জনসভা থেকে তা নিয়েও প্রশ্ন তুলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

জনসভায় মানিক সরকার বলেন, তৃণমূল আর সারদা এক।

পাশাপাশি, তাঁর অভিযোগ, মুখে কংগ্রেস বা বিজেপির বিরোধিতা করলেও ভোটের পর বিজেপি বা কংগ্রেসের সঙ্গেই এক হবে তৃণমূল। মানিক সরকার বলেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে কংগ্রেস-বিজেপিকে সাহায্য করা।

জনসভা থেকে বাম প্রার্থীদের জেতাতে আবেদন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

.