মমতাকে কড়া আক্রমণ কি জোটের দরজা খোলার কৌশল? মোদীর টেলি সাক্ষাৎকার বাড়িয়ে দিল জল্পনা

ভোটের পর কি বিজেপি-র হাত ধরবে তৃণমূল কংগ্রেস? কয়েকদিন ধরেই এই প্রশ্নে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, মোদী মমতাকে যতই আক্রমণ করুন না কেন, গোপনে আঁতাঁত হয়েছে দু দলের। সেই জল্পনাকে আরও উস্কে দিলেন নরেন্দ্র মোদী। টাইমস নাওকে দেওয়া সাক্ষাত্কারে মোদীর মন্তব্য, মমতাকে কড়া আক্রমণ আসলে দরজা খোলার কৌশলও হতে পারে।

Updated By: May 9, 2014, 06:29 PM IST

ভোটের পর কি বিজেপি-র হাত ধরবে তৃণমূল কংগ্রেস? কয়েকদিন ধরেই এই প্রশ্নে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, মোদী মমতাকে যতই আক্রমণ করুন না কেন, গোপনে আঁতাঁত হয়েছে দু দলের। সেই জল্পনাকে আরও উস্কে দিলেন নরেন্দ্র মোদী। টাইমস নাওকে দেওয়া সাক্ষাত্কারে মোদীর মন্তব্য, মমতাকে কড়া আক্রমণ আসলে দরজা খোলার কৌশলও হতে পারে।

পাঁচই ফেব্রুয়ারি। বিগ্রেডে রাজ্যবাসীর জন্য ডবল ফায়দার লাড্ডু ফর্মুলা শুনিয়েছিলেন নরেন্দ্র মোদী।

সুরটা বদলে কয়েক সপ্তাহ পরই শ্রীরামপুরে। সারদা ইস্যুতে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে।

আক্রমণ যে সাজানো তখনই অভিযোগ করেছিলেন বিরোধীরা। অভিযোগ করেছিলেন, তলে তলে বিজেপির সঙ্গে গোপন আঁতাঁত হয়েছে তৃণমূলের।

বিরোধীদের জল্পনাটা আরও উস্কে দিলেন খোদ নরেন্দ্র মোদী। টাইমস নাওকে দেওয়া সাক্ষাত্কারে মোদীর ইঙ্গিত মমতাকে আক্রমণ জোটের দরজা খোলার কৌশলও হতে পারে।

বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়েও এদিন নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

রাজ্যে দোস্তির নতুন ফর্মুলার ইঙ্গিতটা আগেই দিয়ে গিয়েছিলেন নিতীন গড়কড়ি, রাজনাথ সিং-রা। এবার ইঙ্গিত এল খোদ নরেন্দ্র মোদীর তরফেই। আরও খানিকটা বেড়ে গেল তৃণমূল-বিজেপি জোট জল্পনা।

.