লোকসভার লড়াই: কেন্দ্র কলকাতা উত্তর ও দক্ষিণ

লোকসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফায় ১২ মে সারা দেশের সঙ্গে ভোট দেবে এ রাজ্যের ৬ জেলার ১৭টি কেন্দ্র। ভোট কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে। দেখে নেব কোথায় দাঁড়িয়ে আছে কেন্দ্রগুলি-

Updated By: May 9, 2014, 04:57 PM IST

লোকসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফায় ১২ মে সারা দেশের সঙ্গে ভোট দেবে এ রাজ্যের ৬ জেলার ১৭টি কেন্দ্র। ভোট কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে। দেখে নেব কোথায় দাঁড়িয়ে আছে কেন্দ্রগুলি-

কেন্দ্র-কলকাতা উত্তর
জেলা-কলকাতা

কবে ভোট-১২ মে, ২০১৪
--------------------------------

এবার ভোটে প্রার্থী কারা-

সুদীপ বন্দ্যোপাধ্যায়-তৃণমূল কংগ্রেস
রূপা বাগচি-সিপিআইএম
সোমেন মিত্র-কংগ্রেস
রাহুল সিনহা-বিজেপি
--------------------------------

২০১১ বিধানসভা নির্বাচনে কলকাতা উত্তর লোকসভার ৭টি কেন্দ্রের ফলাফল-

চৌরঙ্গি-শিখা মিত্র-তৃণমূল কংগ্রেস-৫৭,৭৪৯ ভোটে জয়ী
এন্টালি-স্বর্ণকমল সাহা-তৃণমূল কংগ্রেস-২৪,৯৯৬ ভোটে জয়ী
বেলেঘাটা-পরেশ পাল-তৃণমূল কংগ্রেস-৩১,৬৮৮ ভোটে জয়ী
জোরাসাঁকো-স্মিতা বক্সি-তৃণমূল কংগ্রেস-৩১,৫০৯ ভোটে জয়ী
শ্যামপুকুর-ডা. শশী পাঁজা-তৃণমূল কংগ্রেস-২৭,০৩৬ ভোটে জয়ী
মানিকতলা-সাধন পাণ্ডে-তৃণমূল কংগ্রেস-৩৬,৫৫০ ভোটে জয়ী
কাশিপুর বেলগাছিয়া-মালা সাহা-তৃণমূল কংগ্রেস-৪০,২৮৪ ভোটে জয়ী
-------------------------------------

২০০৯ লোকসভা নির্বাচনের ফলাফল-

সুদীপ বন্দ্যোপাধ্যায়-তৃণমূল কংগ্রেস-৪,৬০,৬৪৬ ভোট
মহম্মদ সেলিম-সিপিআইএম-৩,৫১,৩৬৮ ভোট
তথাগত রায়-বিজেপি-৩৭,০৪৪ ভোট

বিজয়ী-তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ১,০৯,২৭৮ ভোটে জয়ী।
-----------------------------------

কেন্দ্র-কলকাতা দক্ষিণ
জেলা-কলকাতা

ভোট কবে-১২ মে, ২০১৪
--------------------------------------

এবার ভোটের প্রার্থী কারা-

সুব্রত বক্সি-তৃণমূল কংগ্রেস
নন্দিনী মুখার্জি-সিপিআইএম
মালা রায়-কংগ্রেস
তথাগত রায়-বিজেপি
--------------------------------------

২০১১ বিধানসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভার ৭টি কেন্দ্রের ফলাফল-

কসবা-জাভেদ খান-তৃণমূল কংগ্রেস-১৯,৮৮৯ ভোটে জয়ী
বেহালা পূর্ব-শোভন চট্টোপাধ্যায়-তৃণমূল কংগ্রেস-৪৮,১৭৩ ভোটে জয়ী
বেহালা পশ্চিম-পার্থ চ্যাটার্জি-তৃণমূল কংগ্রেস-৫৯,০২১ ভোটে জয়ী
কলকাতা বন্দর-ফিরহাদ হাকিম-তৃণমূল কংগ্রেস-২৫,০৩৩ ভোটে জয়ী
ভবানীপুর-সুব্রত বক্সি-তৃণমূল কংগ্রেস-৪৯,৯৩৬ ভোটে জয়ী
রাসবিহারি-শোভনদেব চট্টোপাধ্যায়-তৃণমূল কংগ্রেস-৪৯,৮৯৪ ভোটে জয়ী
বালিগঞ্জ-সুব্রত মুখার্জি-তৃণমূল কংগ্রেস-৪১,১৮৫ ভোটে জয়ী
------------------------------------------

২০০৯ লোকসভা নির্বাচনের ফলাফল-

মমতা বন্দ্যোপাধ্যায়-তৃণমূল কংগ্রেস-৫৭৬০৪৫ ভোট
রবীন দেব-সিপিআইএম-৩৫৬৪৭৪ ভোট
জ্যোত্স্না ব্যানার্জি-বিজেপি-৩৯৭৪৪ ভোট

বিজয়ী-তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ২,১৯,৫৭১ ভোটে জয়ী।
---------------------------------------------

.