নৈহাটিতে মিঠুনের সভায় চরম বিশৃঙ্খলা, শহরে দেবের সভায় সাড়া কম

নৈহাটিতে মিঠুনের সভায় চরম বিশৃঙ্খলায় অসুস্থ হয়ে পড়লেন দুই জন। মিঠুনকে দেখার জন্য সভায় চেয়ার ছোড়াছুঁড়ি শুরু করে দেয় তৃণমূল সমর্থকরা। অবস্থা এমন দাঁড়ায় মঞ্চে বক্তব্য রাখা বন্ধ করে দেন মিঠুন চক্রবর্তী। পরে মুকুল রায়ের অনুরোধে ফের বক্তব্য রাখেন মিঠুন।

Updated By: May 4, 2014, 08:54 PM IST

নৈহাটিতে মিঠুনের সভায় চরম বিশৃঙ্খলায় অসুস্থ হয়ে পড়লেন দুই জন। মিঠুনকে দেখার জন্য সভায় চেয়ার ছোড়াছুঁড়ি শুরু করে দেয় তৃণমূল সমর্থকরা। অবস্থা এমন দাঁড়ায় মঞ্চে বক্তব্য রাখা বন্ধ করে দেন মিঠুন চক্রবর্তী। পরে মুকুল রায়ের অনুরোধে ফের বক্তব্য রাখেন মিঠুন।

বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে আজ মিঠুনের দুটি সভা ছিল। প্রথমটি নৈহাটিতে পরে শ্যামনগরে। কিন্তু নৈহাটিতে কপ্টার ল্যান্ডিং করতে না পারায় প্রথম সভা হয় শ্যামনগরে। পরে সভা হয় নৈহাটিতে। আর এতেই উত্তেজিত হয়ে পড়েন নৈহাটিতে অপেক্ষারত তৃণমূল সমর্থকরা।

রবিবারের শেষ প্রচার। শহরে সব দলের প্রার্থীরাই ছুটির দিনের প্রচারে নামলেন। তারকাদের ময়দানে নামিয়ে প্রচারে বাজিমাতের চেষ্টা করল তৃণমূল। কসবায় সুব্রত বক্সির সমর্থনে প্রচার করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। জেলায় যেখানে গিয়েছেন টলিউড তারকাকে দেখতে এতদিন মানুষের ঢল নেমেছে। কিন্তু কলকাতা যেন সেই উতসাহে গা ভাসাল না। রূপোলি পর্দার নায়ক কিন্তু ভাষণে নজর কাড়তে চেষ্টার ত্রুটি রাখেননি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুলে নজর কাড়েন দেব।

.