ভোট নিরাপত্তায় জঙ্গলমহল যেন বর্গি ঘেরা দুর্গ

রাত পোহালেই ভোট জঙ্গলমহলে। তিন জেলার মাওবাদী প্রভাবিত এলাকায় ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধুমাত্র ঝাড়গ্রাম পুলিস-জেলাতেই একানব্বই কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ২০০৯ লোকসভা ভোটে মাওবাদী হামলার কথা মাথায় রেখে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। বিভিন্ন জায়গায় নাকাবন্দি করে গাড়ির তল্লাসি করা হচ্ছে।

Updated By: May 6, 2014, 07:20 PM IST

রাত পোহালেই ভোট জঙ্গলমহলে। তিন জেলার মাওবাদী প্রভাবিত এলাকায় ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধুমাত্র ঝাড়গ্রাম পুলিস-জেলাতেই একানব্বই কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ২০০৯ লোকসভা ভোটে মাওবাদী হামলার কথা মাথায় রেখে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। বিভিন্ন জায়গায় নাকাবন্দি করে গাড়ির তল্লাসি করা হচ্ছে।

বাঁকুড়াতেও ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে তিয়াত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরসঙ্গেই বাঁকুড়ার দুটি লোকসভা কেন্দ্রে মোট ন`হাজার নশো জন রাজ্যের সশস্ত্র পুলিস কর্মী রয়েছেন। মোট তেইশটি পয়েন্টে চলছে নাকাবন্দি। পুরুলিয়ার ভোটের জন্য পৌছেছে মোট ৯১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ওই লোকসভা কেন্দ্রে রাজ্য পুলিসের বাড়তি ৭হাজার ৫০ জন কর্মীকে মোতায়েন করা হয়েছে। ভোটের জন্য জঙ্গলমহলে ঝাড়খণ্ড সীমানা সিল করে দেওয়া হয়েছে।

মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে আগেই সন্ধের আগে ভোট শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। ওই সব এলাকায় বিকেল চারটের মধ্যে ভোটগ্রহণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুই জঙ্গমহল নয় কেন্দ্রীয় বাহিনী সক্রিয় আসানসোলেও।

.