অষ্টম দফা নির্বাচনে ভোটপরীক্ষায় রাহুল, রাবড়ি, মুনমুন, এক নজরে দেখে নেব কোন কোন কেন্দ্রে ভোট

আগামিকাল ৭ মে লোকসভা নির্বাচনের অষ্টম দফার ভোটগ্রহণ। মোদী-মমতা, মোদী-প্রিয়ঙ্কা যুযুধানে শেষ হয়েছে প্রচার পর্ব। এ দিন ভোট দেবে দেশের ৭ রাজ্য। ভোট দেবে হাই প্রোফাইল কেন্দ্র আমেথি।

Updated By: May 6, 2014, 04:51 PM IST

আগামিকাল ৭ মে লোকসভা নির্বাচনের অষ্টম দফার ভোটগ্রহণ। মোদী-মমতা, মোদী-প্রিয়ঙ্কা যুযুধানে শেষ হয়েছে প্রচার পর্ব। এ দিন ভোট দেবে দেশের ৭ রাজ্য। ভোট দেবে হাই প্রোফাইল কেন্দ্র আমেথি।

এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় ভোট এ দিন-

পশ্চিমবঙ্গ- এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট জঙ্গলমহলের মতো স্পর্শকাতর অঞ্চলে। ভোট দেবে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রাম। বাসুদেব আচারিয়ার মতো হাইপ্রোফাইল রাজনৈতিক প্রার্থীর পাশাপাশি লড়ছেন মুনমুন সেন, বাবুল সুপ্রিয়, সন্ধ্যা রায়ের মতো রাজনীতিতে আনকোরা তারকা প্রার্থীও।

বিহার- ভাগ্য পরীক্ষায় ১১৮ জন প্রার্থী। সরন থেকে লোকসভায় প্রথমবারের জন্য লড়ছেন লালুপত্নী রাবড়ি দেবী। হাজিপুরে লড়ছেন হাইপ্রোফাইল এলজেপি প্রার্থী রামবিলাস পাসোয়ান।

হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড- এই দুই রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ ৭ মে। হিমাচল প্রদেশে ৪টি ও উত্তরাখণ্ডে ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ।

জম্মু ও কাশ্মীর- ভোট দেবে বারামুল্লা ও লাদাখ।

অন্ধ্রপ্রদেশ- গত দফায় তেলেঙ্গানা ভোট দেওয়ার পর এই দফায় ভোট দেবে সীমান্ধ্র। ২৫টি কেন্দ্রের মোট ৩৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা কাল। লোকসভার পাশাপাশিই চলবে বিধানসভা নির্বাচনও।

.