বলিউডে বছর মেতে থাকল যে পাঁচজনকে নিয়ে
বছরভর এরা আলোচনায় থাকলেন। এদের জন্য বলিউডের কাছে বছরটা ভাল গেল।------------
৫) অরিজিত্ সিং- রয় থেকে দিলওয়ালে। গব্বর ইজ ব্যাক থেকে খামোশিয়া। বছরের সব বড় হিট গানই তিনি গেয়েছেন। ২০১৩ সালে আশিকি টু থেকে যে জাদু গলা থেকে বের করছেন, তা দু বছর পরেও একইরকমভাবে অব্যাহত। বলিউডে প্লে ব্যাক গাওয়ার ব্যাপারে তিনি এখন সবার প্রথম পছন্দ। দেখুন ২৪ ঘণ্টাকে দেওয়া অরিজিত্ সিংয়ের সাক্ষাত্কার এখানে ক্লিক করে
৪) কবির খান -বজরঙ্গি ভাইজান, ফ্যান্টম। বছরের দুই চর্চিত সিনেমার পরিচালক তিনি। বজরঙ্গি ভাইজান-এর গগণচুম্বি সাফল্যের সঙ্গে পাল্লা দিতে না পারলেও ফ্যান্টম-বিশেষজ্ঞমহলে প্রশংসা কুড়িয়েছে। ২০১৫ সালটা বুঝিয়ে দিল টাইগার হওয়ার ক্ষমতা রাখেন 'এক থা টাইগার'-এর পরিচালক কবির খান। বিস্তারিত পড়ুন
৩) অক্ষয় কুমার- বছরে তাঁর চারটে সিনেমা রিলিজ হয়েছে। দুটো মেগা হিট, দুটো হিট। চারটে ভিন্ন স্বাদের সিনেমা। নীরজ পান্ডের 'বেবি'-র অসাধারণ সাফল্য দিয়ে বছর শুরু করেছিলেন। তারপর 'গব্বর ইজ ব্যাক'-এ গব্বর হয়ে দারুণ প্রশংসা আদায় করে নেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে 'ব্রাদার্স'-সিনেমায় মাতিয়ে দিলেন। 'ব্রাদার্স' বক্স অফিসে হিট করল। তারপর একেবারে ট্রেড মার্ক অক্ষয় কুমার। 'সিং ইজ ব্লিং' হয়ে জ্বলে উঠলেন। বছরটা অনায়াসে দখল করে নিলেন। বিস্তারিত পড়ুন
২) কঙ্গনা রানওয়াত- বছরের দুটো ছবি রিলিজ করেছে ('তন্নু উইডস মন্নু', 'কাট্টি বাট্টি')। তাতেই জাত চিনিয়ে দিলেন। গত বছর ক্যুইনের সাফল্য ধরে রেখে উপহার দিলেন 'তন্নু উইডস মন্নু'। এই সিনেমায় দ্বৈত চরিত্রে অসাধারণ অভিনয় করে কঙ্গনা সবাইকে ছাপিয়ে গেলেন। এখন তাঁর পারিশ্রমিক বলিউডের অনেক বড় নায়কের থেকেও বেশি। ২০১৫ ক্যুইনকে কিং বানাল। বিস্তারিত পড়ুন
১) সলমন খান- ভাইজান তুসি গ্রেট হো। এটা ছাড়া আর কিই বা বলা যায়। বজরঙ্গি ভাইজান সলমন খানকে আলাদা উচ্চতায় পৌঁছে দিল। মুক ও বধির এক পাকিস্তানের মেয়েকে তার দেশে ফেরানোর গল্পে সলমন যা করলেন তাতে বছরের সবচেয়ে বক্স অফিস সফল হিসেবে নামটা তিনিই হয়ে থাকলেন। বজরঙ্গি ভাইজান বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিল। ভাইজানের রেশ কাটতে না কাটতেই ফের প্রেম রতন ধন পায়ো-তেও মাতিয়ে দিলেন সল্লু। প্রেম রতন ধন পায়ো ২০০ কোটি টাকার ব্যবসা করল। বিস্তারিত পড়ুন