WB assembly election 2021: 'কয়লা' দেখতে নিয়ম ভেঙে শাড়ি পরে খনিতে Saayoni, বিতর্কে TMC প্রার্থী
তারকা প্রার্থীর 'কীর্তি'তে বিড়ম্বনায় ঘাসফুল শিবির।
নিজস্ব প্রতিবেদন: আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। প্রবল গরমকে উপেক্ষা করে চষে বেড়াচ্ছেন এলাকায়। এবার পাশের বিধানসভাকেন্দ্র জামুড়িয়ার কোলিয়াড়িতে গিয়ে বিতর্কে জড়ালেন তিনি। প্রতিক্রিয়া এড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি।
রাত পোহালেই প্রথম দফার ভোটগ্রহণ। আসানসোল শিল্পাঞ্চলে অবশ্য ভোট হবে সপ্তম দফায়। এখন জোর কদমে চলছে প্রচার। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ফলে প্রার্থীকে নিয়ে সাধারণ মানুষের উৎসাহও বেশি। যেখানেই প্রচার করতে যাচ্ছেন সায়নী, সেখানেই রীতিমতো ভিড় জমে যাচ্ছে। কেউ মালা পরে দিচ্ছেন, তো কেউ আবার অটোগ্রাফ নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, সাদা শাড়ি পরে প্রচারে ব্যস্ত সায়নী। তারকাকে প্রার্থীকে দেখতে রাস্তায় ভিড় করেছেন সাধারণ মানুষ। আর আশেপাশে লোকজন একটু সরতেই শাড়ি কুঁচি ধরে দৌড় দেন তিনি। নেটিজেন কটাক্ষের মুখে পড়েও কিন্তু দমে যাননি অভিনেত্রী। বরং পাল্টা ভিডিও পোস্ট করে জবাব দেন ট্রোলিংয়ের।
আরও পড়ুন: WB assembly election 2021 : প্রচারে বেরিয়ে বিপত্তি, চোট পেলেন Mimi
রোজকার মতোই এদিনও তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন সায়নী (Saayoni Ghosh)। তারপর আচমকাই রুটবদল! নিজের বিধানসভা এলাকা ছেড়ে জামুরিয়ার পিউর সিয়ারশোল কোলিয়াড়িতে চলে যান তৃণমূলের তারকা প্রার্থী। স্রেফ এলাকার কচিকাঁচা বা শ্রমিকদের সঙ্গে কথা বলেই ক্ষান্ত হননি, শাড়ির পরেই কোলয়াড়িতে ভিতরেও ঢোকে পড়েন সায়নী! মাথায় অবশ্য হেলমেট ছিল। আর তাতেই দানা বেঁধেছে বিতর্ক। কারণ, শাড়ি পড়ে এভাবে কোলিয়াড়িতে যাওয়ার নিয়ম নেই। তার উপর, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নয়, ওই কোলিয়াড়িটি আবার জামুরিয়ায়।
'কয়লা' দেখতে নিয়ম ভেঙে শাড়ি পরে খনিতে Saayoni, বিতর্কে TMC প্রার্থী#zee24ghanta pic.twitter.com/bHp7uLXAVn
— zee24ghanta (@Zee24Ghanta) March 26, 2021
কী বলছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব? এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি আসানসোল দক্ষিণের তৃণমূল ব্লক সভাপতি দেবনারায়ণ দাস। তাঁর বক্তব্য, 'আমার বিধানসভা এলাকায় এমন কোনও ঘটনা ঘটেনি, জামুরিয়ায় হয়েছে। এই বিষয়ে কিছু বলতে পারব না'। প্রসঙ্গত, ভোটের প্রচারে বেরিয়ে এর আগে দু'বার বিক্ষোভের মুখে পড়েছিলেন সায়নী।