WB assembly election 2021 : BJP-তে যোগ দিচ্ছেন Debashree?

দিল্লিতে বিজেপির দফতরে হাজির দেবশ্রী। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 18, 2021, 07:07 PM IST
WB assembly election 2021 : BJP-তে যোগ দিচ্ছেন Debashree?

নিজস্ব প্রতিবেদন:  বিজেপিতে যোগ দিচ্ছেন দেবশ্রী রায়? বৃহস্পতিবার, দেবশ্রী রায় দিল্লিতে যাওয়ার পর তাঁর বিজেপিতে যোগদানের জোর জল্পনা তৈরি হয়েছে। তিনি তৃণমূল ছেড়েছেন কিছুদিন আগেই। রায়দিঘির দুবারের বিধায়ক এবার রায়দিঘি থেকেই ভোটে লড়তে চাননি। দলকে জানিয়েছিলেন সেকথা। এরপর কুণাল ঘোষের সঙ্গে ফোনে কথোপকথন হয় দেবশ্রীর। কুণাল তাঁকে দল বিরোধী মন্তব্য করতে নিষেধ করেন। তাতে ক্ষুব্ধ দেবশ্রী দল ছাড়েন। এদিকে এদিনই বিজেপিতে যোগ দিচ্ছেন অরুণ গোভিল।

গত ১৫ মার্চ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সীকে চিঠি দিয়ে তৃণমূল ছাড়ার কথা জানিয়েছিলেন দেবশ্রী (Debashree Roy)। সুব্রত বক্সীকে লেখা চিঠিতে দেবশ্রী (Debashree Roy) লিখেছিলেন, ''আমি আজ থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করছি। আমি দলের কোনও পদে না থাকায় পদত্যাগের প্রয়োজন নেই। কিন্তু দীর্ঘ ১০ বছর রায়দিঘির বিধায়ক থাকায় দলের সঙ্গে যে সম্পর্ক ছিল তা থেকে মুক্তি চাইছি। আমাকে দীর্ঘ সময় সাধারণ মানুষের জন্য কাজ করতে দেওয়ায় আমি দলের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।''

তৃণমূল ছাড়লেও রাজনীতি থেকে সরার কথা বলেননি দেবশ্রী। আর এরপরই তাঁর BJP-তে যোগদানের জল্পনা তৈরি হয়। 

 

.