সন্তানসম্ভবা স্ত্রীর `লয়াল কুলি` বিবেক!

বেশ কয়েক বছর ধরে বিবেক ওবেরয়কে রূপোলী পর্দায় দেখা যায়নি। বলিউডে তাঁর জনপ্রিয়তায়ও ভাঁটা পরেছে। তবুও মধ্যবয়সী এই অভিনেতার উত্‌সাহ কমেনি। কারণ বাস্তবে কিছুদিনের মধ্যেই তাঁকে জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

Updated By: Aug 23, 2012, 10:05 PM IST

বেশ কয়েক বছর ধরে বিবেক ওবেরয়কে রূপোলী পর্দায় দেখা যায়নি। বলিউডে তাঁর জনপ্রিয়তায়ও ভাঁটা পরেছে। তবুও মধ্যবয়সী এই অভিনেতার উত্‌সাহ কমেনি। কারণ বাস্তবে কিছুদিনের মধ্যেই তাঁকে জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন বিবেক।
সূত্রে খবর, বিবেকপত্নী প্রিয়াঙ্কা বর্তমানে দুমাসের অন্তঃসত্ত্বা। তাই বিবেক তাঁর স্ত্রীর ফুল টাইম `লয়াল কুলি`-এর দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগে বিবেক-প্রিয়াঙ্কাকে দুবাইতে শপিং করতে দেখা যায়। শোনা যায় প্রিয়াঙ্কা প্রেগনেন্ট হওয়ার দরুণ বিবেক তাঁর শপিং ব্যাগগুলি নিজেই ক্যারি করেন। বিবেক টুইটে বলেছেন, "তুমি জানো, তুমি তখনই তোমার স্ত্রীকে খুব খুব ভালোবাসবে যখন তুমি নির্দ্বিধায় ঘন্টার পর ঘন্টা শপিং মলে তার একগুচ্ছ ব্যাগ নিয়ে ঘুরবে... এবং শুধু একটা থ্যাঙ্ক ইউ ভরা হাসি সব কষ্ট ভুলিয়ে দেবে।"
গুঞ্জন, বিবেক নাকি তাঁর প্রেগনেন্ট স্ত্রীকে ইতিমধ্যেই গিফ্‌ট, বেড়াতে নিয়ে যাওয়া এবং সর্বোপরি তাঁর কুলিগিরি করে যথেষ্টই `প্যাম্পার` করছেন।

.