ইলাইয়া রাজা ৭৮, জন্মদিনে তাঁর সুরে বাংলা গানে উষার শ্রদ্ধা
ইলাইয়া রাজার একটি দক্ষিণী গানের সুরে বাংলা কথা লিখলেন শ্রীজাত।
নিজস্ব প্রতিবেদন: ইলাইয়া রাজা, সঙ্গীত জগতে যাঁর অবদান অনস্বীকার্য। শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত বা ওয়েস্টার্ন, সবেতেই সঙ্গীত পরিচালকের অনায়াস যাতায়াত। বাঙালীদের সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়। কারণ, তিনি সলিল চৌধুরীর ভক্ত। সলিলকে গুরু মেনেই তাঁর আজীনের সঙ্গীত সাধনা। এার তাঁর কাজকে বাংলায় নিয়ে এলেন ঊষা উথুপ। তাঁর সঙ্গীতজীবনে অলাইয়া রাজাকে আদর্শ করে পথ চলেছেন সঙ্গীত শিল্পী ঊষা উথুপ। প্রবীণ এই সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজও করেছেন অনেক। তামিল ,তেলেগু বিভিন্ন ভাষায় তাঁর জন্য গান গেয়েছেন উষা। চেন্নাইয়ে অনুষ্ঠানে গেলেই ইলাইয়া রাজার কাজ দেখতে স্টুডিওতে ছুটতেন তিনি। এরকম ডিসিপ্লিনড শিল্পী খুব বেশি তাঁর সঙ্গীত জীবনে দেখেন নি, জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানালেন শিল্পী। তিনি কীভাবে কাজ করেন তা দেখার জন্য মুখিয়ে থাকতেন শিল্পী। তাঁর কম্পোজিশন নিয়ে কাজ করার ইচ্ছে ছিল অনেক দিনের।
আরও পড়ুন:মণিরত্নম ৬৫, তাঁর 'সন্ত্রাস-ত্রিপদী' বদলে দিল ভারতীয় সিনেমার মুখ
ইলাইয়া রাজার একটি দক্ষিণী গান শুনে তাকে বাংলায় গাইতে চেয়েছিলেন উষা উত্থুপ। ইলাইয়া রাজার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন শিল্পী। তিনি জানান এত সুন্দর গানটি তিনি বাংলায় রেকর্ড করতে চান। সঙ্গে সঙ্গে শিলমোহর দেন ইলাইয়া রাজা। তিনি জানান তিনি খুব খুশি এবং বাংলায় কাজটা হলে তিনি তার সবরকম সহযোগিতা করবেন। তবে কাজ শুরু করার সময় ইলাইয়া স্যারের ম্যানেজার শ্রীরাম ঊষাকে প্রশ্ন করেন, গানের বাণী ইলাইয়া রাজার কাছে খু গুরুত্বপূর্ণ। তিনি জানতে চান, ঊষা কাকে দিয়ে গানের কথা লেখাবেন? শ্রীজাত গানের কথা লিখবেন শুনে খুশি হন সঙ্গীত পরিচালক। আগেও শ্রীজাতর সঙ্গে কাজ করেছিলেন ইলাইয়া রাজা, তাই শ্রীরাম শ্রীজাতর সঙ্গে কাজ করার কথাই জানান। উষা উথুপের মতে, শ্রীজাতর থেকে ভাল আর কেই বা বাংলায় এই গান লিখতে পারত? শ্রীজাত লেখেন, 'হাত টা ছাড়িও না' গান।
ইলাইয়া রাজার জন্মদিনের দিনই এই গানটির মাধ্যমে শ্রদ্ধা জানালেন শিল্পী। গানটি আগে থেকেই তৈরি ছিল, ভিডিওর জন্য বাড়িতে বসেই তৈরি করলেন গান। নিজের স্টুডিওতে রেকর্ড করেন, ভিডিও শুটিংও করেন। গান তৈরির প্রতি পরতে ছিল উত্তেজনা। ইলাইয়া রাজা গানটি শোনেন এবং তাঁর খুব পছন্দ হয়েছে, জানান শিল্পী। আপ্লুত উষা উথুপও।