Triptii Dimri: রশ্মিকার আসন টলমল! তৃপ্তিতেই পরম তৃপ্ত নেটপাড়া, বদলে গেল 'জাতীয় ক্রাশ'!

Triptii Dimri Emerges As New National crush of India 2023: রশ্মিকা মন্দানার আসন কি এবার টলমল? দক্ষিণী সুন্দরীর জায়গায় নেটপাড়া বসাল তৃপ্তি দিমরিকে। সোশ্যাল মিডিয়া পেয়ে গিয়েছে নতুন 'ন্য়াশনাল ক্রাশ'!

Updated By: Dec 5, 2023, 03:31 PM IST
Triptii Dimri: রশ্মিকার আসন টলমল! তৃপ্তিতেই পরম তৃপ্ত নেটপাড়া, বদলে গেল 'জাতীয় ক্রাশ'!
তৃপ্তিতেই তৃপ্ত নেটপাড়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুগল সার্চবারে গিয়ে সরাসরি টাইপ করুন National crush of India 2023। পুরোটাও লিখতে হবে না।  National crush-এ গিয়ে থেমে গেলেও, বাকিটা কৃত্তিম মেধা করে দেবে। এরপর ইমেজে গিয়ে ক্লিক করুন। দেখবেন সেখানে শুধুই দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) ছবিতে ভরে গিয়েছে। যত দূর চোখ যায় শুধুই রশ্মিকা আর রশ্মিকা। বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় অভিনেত্রীর মাথায় 'জাতীর ক্রাশ' এর উজ্জ্বল তাজ। কিন্তু বিগত কয়েকদিনে রশ্মিকার আসন কিছুটা হলেও টলমল। সৌজন্য়ে নেটপাড়ার নতুন 'ন্য়াশনাল ক্রাশ' (National crush) তৃপ্তি দিমরি (Triptii Dimri)। ইনস্টাগ্রাম চোখ রাখলে শুধুই তৃপ্তির রিলস। 'অ্যানিমাল' (Animal)-এ 'জোয়া'র স্ক্রিন প্রেজেন্স কথা বলেছে। পর্দায় তাঁর থেকে চোখ সরাতে পারেননি দর্শকরা। তাই নেটপাড়ার বহু বাসিন্দাই রশ্মিকার আসনে এখন তৃপ্তিকে বসিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার একধাপ এগিয়ে বলছেন যে, তৃপ্তি 'পরবর্তী জাতীয় ক্রাশ'!

আরও পড়ুন: Animal: 'জঙ্গলে বাস করি না', ভয়ংকর রিভিউ দেশের সিনিয়র ক্রিকেটারের, পোস্ট হাওয়া!

'অ্যানিমাল'-এ রণবীর কাপুরের সঙ্গে তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্য লিক হয়ে গিয়েছে। আর তারপরেই যেন তৃপ্তি ঝড়ের বেগ বেড়েছে। তৃপ্তির প্রিয় অভিনেতা রণবীরই। উনত্রিশ বছরের উত্তরাখণ্ডের সুন্দরী জানিয়েছেন যে, তিনি আবার পর্দায় তৃপ্তিকেই চেয়েছেন। তৃপ্তিকে আরও আলাদা করেছে তাঁর ছবির নির্বাচন। ওটিটি ফ্লিমফেয়ার পাওয়া নায়িকার বড়পর্দায় পা রাখা, শ্রেয়স তালপাড়ের পরিচালক হিসেবে প্রথম ছবি 'পোস্টার বয়েজ'-এর হাত ধরে। সে ছবি কমেডি ঘরানার। এরপর তৃপ্তি করলেন 'লায়লা মজনু'। যা ছিল একেবারে রোম্য়ান্টিক ছবি। তবে তৃপ্তি চোখে পড়লেন অনুষ্কা শর্মা প্রযোজিত 'বুলবুল'-এ কাজ করে। রোম্য়ান্টিক থেকে ঢুকে গেলেন হররে! সেখান থেকে মিউজিক্য়াল ড্রামা 'কালা'! তারপর আবার 'অ্যানিমাল'। দর্শককে ভিন্ন স্বাদের চরিত্রে তৃপ্ত করবেন বলেই যেন ঠিক করে নিয়েছেন তৃপ্তি। 

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিমাল' ছবিতে দ্বিমুখী সুনামি আছড়ে পড়েছে ভারতে। এখন প্রশ্ন কেন দ্বিমুখী বলা হচ্ছে। এক) বক্স অফিস, দুই) দর্শকের প্রতিক্রিয়া। মঙ্গলবার অ্যানিমালের চতুর্থ দিনের বক্স অফিস থেকে সংগ্রহ ২৪১.৬৬ কোটি টাকা (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)। এবার আসা যাক দর্শকের প্রতিক্রিয়ায়। অবশ্য়ই এখানে মাথায় রাখতে হবে সোশ্য়াল মিডিয়া। একদিকে যেমন রণবীর কাপুর, রশ্মিকা মন্দানার ছবি দেখতে মানুষ হলে ছুটছেন, তেমনই বহু মানুষ এও বলছেন যে, এ সিনেমা চোখে দেখা যায় না। 'চরম নারিবিদ্বেষী', 'ভয়ংকর টক্সিক', 'অত্যন্ত হিংস্র' 'বিভৎস অত্য়াচার'-এর মতো শব্দবন্ধ জুড়েছে ছবির। এসবের মাঝেও তৃপ্তিতে তৃপ্ত দর্শক। 

আরও পড়ুন: Billie Eilish: 'ওহহ...প্রচণ্ড', শুধু নারীদের শরীরই তাঁর চাই! গায়িকা বললেন চরম গোপন কথাও

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.