বাড়ির পুজো, সকলকে আমন্ত্রণ জানিয়ে আদুরে চিঠি লিখল Sudipa-র ছেলে ছোট্ট আদিদেব
এবার লোকজনকে আমন্ত্রণপত্র পাঠানো হলেও কোভিড বিধি মেনে গুটিকতক লোকজনের মধ্যেই তা সীমাবদ্ধ রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : বালিগঞ্জ প্লেসে চট্টোপাধ্যায় পরিবারে প্রত্যেক বছরই বড় করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। টালিগঞ্জের অনেক তারকাকেই সুদীপা (Sudip Chatterjee) ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের (Agnidev Chatterjee) বাড়ির দুর্গাপুজোয় হাজির হতে দেখা যায়। তবে করোনার কারণে গত দু'বছর পরিস্থিতি অনেকটাই আলাদা। গতবার (২০২০) শুধুমাত্র বাড়ির সদস্যদের নিয়েই হয়েছিল সুদীপার বাড়ির পুজো। এবার লোকজনকে আমন্ত্রণপত্র পাঠানো হলেও কোভিড বিধি মেনে গুটিকতক লোকজনের মধ্যেই তা সীমাবদ্ধ রাখা হয়েছে।
তবে এবার বাড়ির দুর্গা পুজোয় (Durga Puja 2021) সুদীপা কিংবা অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee) নন, অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠাচ্ছে ৪ বছরের ছোট্ট আদিদেব। নিজের মত আদুরে ভাষায় সেই আমন্ত্রণপত্র লিখেছে সুদীপার ছেলে। যেখানে আদিদেব লিখেছে, তার বাড়িতে অসুর-টুসুর নিয়ে ইতিমধ্যেই মা দুগ্গা চলে এসেছেন। তবে ''কোভিড এখনও চলে যায়নি বলে, শুনছি খুব কম লোককে ডাকতে হচ্ছে। বাবার মন খারাপ, বলছে এমন করে কাউকে ডাকা যায় নাকি? মায়ের পুজোয় সব্বাই আসবে। মা তাই একেকদিন ৪০-৫০ জন করে ডাকছে।'' ছোট্ট আদিদেব আরও লিখেছে, যাঁরা কোভিডের কারণে আসবেন না, তাঁরা যেন তার মা (সুদীপা চট্টোপাধ্যায়) কে জানায়, নাহলে বুবাইকাকুর কাছে তার মাকে বকুনি খেতে হবে। আর নবমীর দিন বাড়ির ছাদেই যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ,সেকথাও জানাতে ভোলেনি ছোট্ট আদিদেব। তবে তার কাছে কোনও ফোন না থাকায়, কোনও অসুবিধা হলে সঞ্জয়কাকুকে ফোন করতে বলেছে ছোট্ট আদিদেব।
আরও পড়ুন-Ekannoborti Teaser: পুজোর আনন্দে বিষাদের সুর, আবার কি এক হবে 'ব্যানার্জি'দের পরিবার?
গতবারও ছোট্ট সুদীপা (Sudip Chatterjee) ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের (Agnidev Chatterjee) ছেলে আদিদেবকে বাড়ির সকলের সঙ্গে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছিল। সেই সমস্ত ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন সুদীপা। এবারও সকলে তাঁর বাড়ির পুূজোয় হাজির থাকতে না পারলেও সঞ্চালিকার ফেসবুক পোস্টে পুজোর সমস্ত ছবি দেখতে পাবেন, সেটা আশা করাই যায়।