করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই নিভৃতবাসে কৌশিক সেন
ভ্যাকসিন নেওয়ার পরে কিছু অস্বস্তি দেখা দেওয়ায় কোভিড টেস্ট করিয়েছিলেন নাট্যকার।
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হলেন শহরের বিশিষ্ট নাট্যকার কৌশিক সেন। আক্রান্ত তাঁর স্ত্রীও।
জানা গিয়েছে, ১০ এপ্রিল কোভিড টিকা (covid vaccine) নিয়েছিলেন কৌশিক (kaushik sen) ও তাঁর স্ত্রী রেশমী। টিকা নেওয়ার পরে একটু শারীরিক অস্বস্তি অনুভব করেন তাঁরা উভয়েই। ফলে টেস্ট করান। ১৪ তারিখে করোনা রিপোর্ট পজিটিভ জানা যায় কৌশিকের। ১৮ এপ্রিল থেকে করোনা আক্রান্ত হন তাঁর স্ত্রী রেশমীও।
আরও পড়ুন: 'মদনদা সেরে উঠুন, খেলতে হবে তো!': কাতর আর্জি Sreelekha এর
২৪ ঘণ্টা ডিজিটালের তরফে কৌশিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁরা home isolation-য়েই আছেন। এবং সেই অর্থে তাঁদের কোনও জটিলতাও দেখা দেয়নি। সাধারণ ওষুধপত্র খেয়ে এবং করোনার সুরক্ষাবিধি মেনেই তাঁরা নিজেদের সেল্ফ কোয়ারান্টিনে রেখেছেন। ইতিমধ্যেই বেশ কিছুটা সুস্থও হয়ে উঠেছেন।
রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী। অনেকেই আক্রান্ত হচ্ছেন। শিল্পী, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই আক্রান্ত হচ্ছেন। শোনা যাচ্ছে, হাসপাতালগুলির করোনা ওয়ার্ডগুলি ক্রমশ ভর্তি হয়ে উঠছে।
আরও পড়ুন: জামার থেকেও দামী মাস্ক পরেন Kareena, দাম জানেন?