নির্জন জঙ্গলে নদীতে নেমে সাঁতারে মজে অভিনেত্রী, ভাইরাল ভিডিয়ো

নদীতে স্নানের আনন্দে মাতলেন 'তারক মেহতা কা উল্টা চশমা'র 'সোনু', অর্থৎ অভিনেত্রী নিধি ভানুশালি।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 5, 2021, 09:09 PM IST
নির্জন জঙ্গলে নদীতে নেমে সাঁতারে মজে অভিনেত্রী, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : নির্জন জঙ্গল, তারই মাঝে বয়ে চলেছে নদীতে। বিকিনি পরে সেখানেই সোজা নেমে গেলেন টেলিভিনের 'সোনু'। দীর্ঘক্ষণ ধরে নদীর জলে চলল সাঁতার কাটা। সম্প্রতি, এভাবেই নদীতে স্নানের আনন্দে মাতলেন 'তারক মেহতা কা উল্টা চশমা'র (Taarak Mehta Ka Ooltah Chashmah) 'সোনু', অর্থাৎ অভিনেত্রী নিধি ভানুশালি ( Nidhi Bhanushali)।

নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা নদীতে সাঁতার কাটার ভিডিয়ো নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিধি ভানুশালি ( Nidhi Bhanushali)। লিখেছেন, ''নির্জন জঙ্গলের মাঝে আনন্দ।'' ভিডিয়োতে কালো ও নীল বিকিনিতে দেখা যাচ্ছে নিধিকে। পাশ থেকে দেখা গেল অভিনেত্রীর পোষ্যকেও। যে কিনা প্রজাপতির পিছনে ধাওয়া করতেই ব্যস্ত ছিল।

আরও পড়ুন-বিশ্বাসঘাতকতা, ছলনা আমার শিক্ষা নয়, এই সন্তানের বাবা আমি নই, মুখ খুললেন নুসরতের স্বামী

অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিয়ো ঘিরে বিভিন্ন মন্তব্য করেছেন অনুরাগীরা। এই ভিডিয়োতে টেলি পর্দার 'সোনু'র থেকে একেবারেই বিপরীত লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। যা দেখে কেউ কেউ কমেন্টে লিখেছেন, 'সোনু তু কিতনা বদল গেয়ি।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.