Bangladesh Quota Protest: 'অস্থির লাগছে, আমিও তো সন্তানের মা', বাংলাদেশ কোটা আন্দোলনে ছাত্রমৃত্যুর খবরে শোকাহত স্বস্তিকা...
Swastika Mukherjee on Bangladesh Quota Protest: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে সারাদেশে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। পক্ষ-বিপক্ষ দলের সংঘর্ষে আহত ও নিহত হয়েছেন ছ'জন শিক্ষার্থী। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্বস্তিকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'- এ উত্তাল বাংলাদেশ (Bangladesh Quota Protest)। এই আন্দোলনের প্রথম দিকে তারকারা চুপ থাকলেও সোমবার থেকে শিক্ষার্থীদের ওপর হামলার পর সরব হয়েছেন শাকিব খান থেকে শুরু অপূর্ব। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee)। সন্তানের মা হয়ে ছ'জন ছাত্রের মৃত্যু যে তাঁকে অস্থির করে তুলেছে, সেই কথাই লিখেছেন অভিনেত্রী।
অভিনেত্রী লেখেন যে প্রায় এক মাস তিনি ভারতে নেই, রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানকার খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই বিশেষ পাওয়া যায় না পাশাপাশি তিনি ফোন থেকে কিছুটা দূরে থাকতেই পছন্দ করেন 'তাই এত খারাপ একটা খবর' দেরিতেই পান। কিছুদিন আগেই বাংলাদেশ গিয়েছিলেন তিনি, সেই কথা মনে করে অভিনেত্রী বলেন, 'এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিলো জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় যাওয়ার।চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরনীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয়না, মা'ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীর নগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ'।
কবি শঙ্খ ঘোষের লেখা কবিতার কয়েকটি লাইন তুলে ধরেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ‘ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়/ দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ/ তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া?/ নিচু হয়ে বসে হাতে তুলে নিই
তোমার ছিন্ন শির, তিমির।’
বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন স্বস্তিকা। পাশাপাশি তিনি বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য প্রার্থনা করে লেখেন, 'এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, ওমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখবো ? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব। আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনা টুকুই করতে পারি'।
আরও পড়ুন- Prosenjit-Anirban: নয়া থ্রিলারে পুরনো জুটি! 'দশম অবতার'-এর পর ফের একসঙ্গে প্রসেনজিৎ-অনির্বাণ...
স্বস্তিকার পোস্টের নিচে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে। অনেকেই বাংলাদেশে শান্তি কামনা করেছেন। অভিনেত্রীর প্রার্থনার জন্য অনেক বাংলাদেশি তাঁকে ধন্যবাদও জানিয়েছেন। তবে যেভাবে বারবার ক্রিকেট মাঠে বাংলাদেশ ভারতের বিরোধিতা করেছে সেই প্রসঙ্গে টেনে কেউ কেউ বিরূপ মন্তব্যও করেছেন। এক নেটিজেন লেখেন, লেখেন, ‘কি সাপোর্ট করব, আমাদের যেভাবে অপমান করে। সেটা পাকিস্তানকে করলে বুঝতাম ওই দেশটাও আমাদের। ’৭১ মনে পড়ে।’ সেই মন্তব্যের জবাবে স্বস্তিকা লেখেন, ‘যারা অপমান করার তারা করবে। তাই বলে একটা দেশে ছাত্ররা বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে গুলি খাচ্ছে, আমি গুটি কয়েক মানুষের অপমানের ভয়ে চুপ করে থাকব কেন? আপনিও থাকবেন না। নিজের সম্মান নিয়ে পরে চিন্তা করা যাবে। অনেক সময় পাব।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)