28 years of Miss Universe Sushmita Sen:সুস্মিতার মিস ইউনিভার্স খেতাব জেতার ২৮ বছর, মেয়েকে কী টিপস দিয়েছিলেন বাবা সুবীর সেন

সুস্মিতার উদ্দেশে বিচারকদের শেষ প্রশ্ন ছিল, সুস্মিতার কাছে নারী কথার সারমর্ম কী? উত্তরে তিনি বলেছিলেন, একটি শিশুর উৎস একজন মা, একজন নারী। সেই মানুষকে ভালোবাসতে, কেয়ার করতে,সমব্যথী হতে শেখায়। সেটাই তাঁর কাছে নারী হওয়ার সারমর্ম। সুস্মিতার উত্তর শুনেই উপস্থিত অনেকে অনুমান করেছিলেন যে তিনিই জিততে চলেছেন মিস ইউনিভার্স খেতাব।

Updated By: May 21, 2022, 08:16 PM IST
28 years of Miss Universe Sushmita Sen:সুস্মিতার মিস ইউনিভার্স খেতাব জেতার ২৮ বছর, মেয়েকে কী টিপস দিয়েছিলেন বাবা সুবীর সেন

নিজস্ব প্রতিবেদন: শনিবার মিস ইউনিভার্স(Miss Universe) খেতাব জেতার ২৮ বছর পূর্তি উদযাপন করছেন সুস্মিতা সেন(Sushmita Sen)। টুইটারে তিনি লেখেন 'সময় বয়ে যায় কিন্তু সৌন্দর্য থেকে যায়'। ১৯৯৪ সালের ২১ মে, প্রথম ভারতীয় হিসাবে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন বঙ্গতনয়া সুস্মিতা। ফিলিপিন্সে বসেছিল ৪৩ তম বিশ্বসুন্দরীর আসর। ৭৭ টি দেশের সুন্দরীদের সঙ্গে ছিল টক্কর। এর আগে কোনও ভারতীয়র মাথায় ওঠেনি সৌন্দর্যের এই তাজ, সুস্মিতাই প্রথম এই শ্রেষ্ঠত্বের স্বাদ দিয়েছিলেন দেশবাসীকে। শেষ রাউন্ডে মিস মরক্কো ও মিস ভেনিজুয়েলাকে পরাস্ত করে সেরার শিরোপা উঠেছিল সুস্মিতার মাথায়। তাঁর বুদ্ধিদীপ্ত সৌন্দর্যই নজর কেড়েছিল বিশ্ব দরবারে। রাতারাতি সুস্মিতা হয়ে উঠেছিলেন ইউথ আইকন। 

সেদিন সুস্মিতার নাম ঘোষণার আগে থেকেই দর্শকাসনে উপস্থিত তাঁর মা শোভা সেনের কাছে ভিড় জমতে থাকে। সুস্মিতার উদ্দেশে বিচারকদের শেষ প্রশ্ন ছিল, সুস্মিতার কাছে নারী কথার সারমর্ম কী? উত্তরে তিনি বলেছিলেন, একটি শিশুর উৎস একজন মা, একজন নারী। সেই মানুষকে ভালোবাসতে, কেয়ার করতে,সমব্যথী হতে শেখায়। সেটাই তাঁর কাছে নারী হওয়ার সারমর্ম। সুস্মিতার উত্তর শুনেই উপস্থিত অনেকে অনুমান করেছিলেন যে তিনিই জিততে চলেছেন মিস ইউনিভার্স খেতাব। মিস ইউনিভার্সের খেতাব জিতেই মঞ্চ থেকে নেমে এসে মাকে প্রণাম করেছিলেন সুস্মিতা। সেই মঞ্চে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রীর বাবা সুবীর সেন। 

জি ২৪ঘণ্টাকে তিনি বলেন,'আমি দিল্লির বাড়িতে বসে ছিলাম। ও যে জিতবে, খুব একটা আশা ছিল এমনটা নয়। যখন দেখা যাচ্ছে শেষ পাঁচে এসেছে, তখন টাইমস থেকে ফোনে আমায় জানায়, এটা গৌরবের যে আপনার মেয়ে প্রথম পাঁচে এসেছে। এরপর কানাডা থেকে এক মহিলা ফোন করে জানায় সুস্মিতা মিস ইউনিভার্স হয়েছে। সেটা কে আমি আজও জানি না। আমি বিশ্বাস করিনি। এরপর আমার ভাই আমেরিকা থেকে ফোন করে জানায়। বুঝতে পারি যে সম্প্রচার একটু দেরিতে আসছে। আমি ঐ মুহূর্তটা মিস করেছিলাম।'

আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করছেন সুস্মিতা? উত্তরে বিশ্বসুন্দরীর বাবা বলেন যে,'আজ কথা হয়েছে। ওর বাড়িতে লোকজন এসেছে। সবার সাথে হৈ হৈ করছে। আজ থাকতে চেয়েছিলাম কিন্তু হয়নি।'শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, মানুষ হিসাবেও সুস্মিতার জনপ্রিয়তা রয়েছে। ছোট থেকে কোন শিক্ষায় বড় করেছেন মেয়েকে? সুবীর সেন জানান,'সবসময় সত্যি কথা বলা উচিত। সত্যের সঙ্গে কোনও আপোষ নয়। কারোর থেকে তুমি ছোট নও, চাইলেই তুমিও বড় হতে পারো।'

আরও পড়ুন: Ritabhari Chakraborty: 'কেরিয়ারের সবচেয়ে সাহসী ছবির শুট শেষ করলাম', 'ফাটাফাটি' রিলিজের অপেক্ষায় ঋতাভরী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.