Sushant Singh Rajput: ‘কিছু প্রমাণ পাওয়া গেছে...’ প্রকাশ্যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত বড় তথ্য...
Sushant Singh Rajput: ২০২০ সালের জুন মাসে আচমকাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর পাওয়া যায়৷ মুম্বইয়ে তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেতার দেহ। আত্মহত্যা করেছেন তিনি নাকি তাঁকে হত্যা করা হয়েছে? এই প্রশ্নেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। তার মাঝেই সামনে এল বড় তথ্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেটে গেছে তিন বছর তবে এখনও শেষ হয়নি সুশান্ত সিং রাজপুতের(Sushant Singh Rajput) মৃত্যু রহস্য। কেন কী কারণে আত্মহত্যা করলেন অভিনেতা, কে বা কারা তাঁকে প্ররোচণা দিলেন, আদৌ কি আত্মহত্যাই করেছিলেন সুশান্ত? তা নিয়ে এখনও চিন্তিত তাঁর ফ্যানেরা। সম্প্রতি অভিনেতার মৃত্যু নিয়ে হঠাৎই এক তথ্য প্রকাশিত হল৷ যা নিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ আর এই তথ্য সামনে আনলেন খোদ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷
আরও পড়ুন- Jeetu Kamal-Nabanita Das Break Up: বিয়ে ভাঙতে চান নবনীতা, আগলে রাখতে মরিয়া জীতু...
সম্প্রতি দেবেন্দ্র ফড়নবিশের একটি সাক্ষাৎকারে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই নিয়ে বিস্তারিত মত প্রকাশ করেছেন৷তিনি বলেছেন, ‘একাধিক সাবস্টেনশিয়াল এভিডেন্সের ভিত্তিতে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল৷ আমরা তাঁদের কাছে পৌঁছেছি এবং তাঁদের অনুরোধ করেছি পুলিসের কাছে প্রমাণ জমা দিতে। আমরা বর্তমান সময়ের ভিত্তিতে প্রমাণের গুরুত্ব বিচার করার চেষ্টা করছি৷ এখনও পর্যন্ত তদন্ত চলছে৷ তবে এখনই এ নিয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না৷ দেখা যাক, তদন্তের ফল কী দাঁড়ায়৷’
২০২০ সালের জুন মাসে আচমকাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর পাওয়া যায়৷ মুম্বইয়ে তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেতার দেহ। আত্মহত্যা করেছেন তিনি নাকি তাঁকে হত্যা করা হয়েছে? এই নিয়েই শুরু হয় তদন্ত। প্রথমেই তাঁর পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। এমনকী সুশান্তের শেষকৃত্যেও দেখা যায় না রিয়াকে।
সুশান্তের মৃত্যু তদন্তে যোগ দেয় সিবিআই থেকে শুরু করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো৷ সুশান্তের মৃত্যুর বিভিন্ন দিক তাঁরা খতিয়ে দেখতে শুরু করেন৷ জানা যায়, অতিরিক্ত মাদক সেবন করতেন অভিনেতা। পাশাপাশি ডিপ্রেশনও ছিল তাঁর। হাত থেকে বেরিয়ে যাচ্ছিল একের পর এক কাজও। তদন্তে উঠে এসে নানা তথ্য। তদন্তে উঠে আসে সুশান্তকে মাদক দিতেন রিয়া নিজেই। সেই কারণে তাঁকে এনসিবি গ্রেফতার করে৷ এনসিবি দাবি করে, সেই সময় রিয়ার বিরুদ্ধে একটি চ্যাট হিস্ট্রি পাওয়া যায়, যেটিতে তাঁকে মাদক পাচারকারীর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। বেশ কয়েকদিন জেলেই কাটে রিয়ার। তবে তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় ছাড়া পান রিয়া।