''তোমাকে মারলে লোকে আমায় অভিশাপ দেবে'', শ্যুটিংয়ে Sonu Sood-কে বললেন Chiranjeevi
দক্ষিণী তারকা চিরঞ্জিবীর সঙ্গে তাঁর আগামী ছবি শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন সোনু (Sonu Sood)।
নিজস্ব প্রতিবেদন : লকডাউনে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে সোনু সুদ এখন গোটা দেশবাসীর কাছে বাস্তবের নায়ক। সোনুর এই কাজ তাঁর কেরিয়ারেও বদল আনতে শুরু করেছে। পর্দার 'খলনায়ক'-এর কাছে হাতে এখন নায়কের ভূমিকায় অভিনয়ের অজস্র প্রস্তাব। সম্প্রতি, দক্ষিণী তারকা চিরঞ্জিবীর সঙ্গে তাঁর আগামী ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন সোনু (Sonu Sood)।
শুক্রবার, 'We The Women' বলে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ খোলেন সোনু। তিনি বলেন, ''২০২০, আমার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে পরিবর্তন এনেছে। বিশেষ করে যে অভিনেতা সিম্বা, আর রাজকুমার, অরুন্ধতী-র মত ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন, সেই অভিনেতার হাতে এখন ৪-৫টি অসাধারণ চিত্রনাট্য রয়েছে। নায়কের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। এবার নতুন করে শুরুর পালা।''
আরও পড়ুন-এই শৈল শহরেই মধুচন্দ্রিমা কাটাচ্ছেন Devlina Kumar-Gourab Chatterjee
সম্প্রতি,, দক্ষিণী ছবি 'আচার্য'র শ্যুটিং-এর একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন সোনু সুদ (Sonu Sood)। সোনুর কথায়, ''চিরঞ্জিবী স্যার আমায় বলেছিলেন তোমায় ছবিতে নেওয়া একটা বড় সমস্যা। কারণ তোমাকে আমি অ্যাকশন দৃশ্যে রাখতে পারব না। ছবিতে আমি যদি তোমায় মারি, তাহলে লোকে আমায় অভিষাপ দেবে।''
প্রসঙ্গত, লকডাউনের সময় দেশবাসীর কাছে 'মাসিহা' অবতারে হাজির হয়েছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকরা যেখানেই আটকে ছিলেন, তাঁদের সুস্থভাবে বাড়ি পৌঁছনোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সোনু (Sonu Sood)। এখানেই শেষ নয়, যে যখন যেকোনও বিপদের কথা সোনুকে জানিয়েছেন, অভিনেতা সেখানেই পৌঁছে গিয়েছেন 'দেবদূত'-এর মত সাহায্যের ঝুলি নিয়ে।