Accident Death: মর্মান্তিক দুর্ঘটনা! ১৬ বছরেই প্রাণ হারালেন তরুণ চিত্রতারকা! চলন্ত গাড়ি থেকে পড়ে...

Accident Death: পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, মীক একজন অর্গান ডোনারও ছিলেন। পরিবার তাঁর এই মহৎ সিদ্ধান্তকে বাহবার সঙ্গে মেনে নিয়েছিল। 

Updated By: Dec 26, 2024, 06:12 PM IST
Accident Death: মর্মান্তিক দুর্ঘটনা! ১৬ বছরেই প্রাণ হারালেন তরুণ চিত্রতারকা! চলন্ত গাড়ি থেকে পড়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়দিনের ঠিক একদিন আগে মুহূর্তের মধ্যে সবশেষ এই তরুণ চিত্রতারকার। মাত্র ১৬ বছর বয়স হয়েছিল তাঁর। ১৯ ডিসেম্বর মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। তরুণ চিত্রতারকা যিনি পরিচিত 'বেবি ড্রাইভার' সিনেমার কারণে। এই সিনেমাটি তিনবার অস্কারের জন্য নমিনেটেড হয়। অবশেষে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ২১ ডিসেম্বর তিনি মারা যান। 

আরও পড়ুন: Dev-Rukmini: বিচ্ছেদের গুজবে ইতি, জন্মদিনে রুক্মিনীর সঙ্গে জমিয়ে নাচ দেবের! আবেগী পোস্ট অভিনেত্রীর...

মঙ্গলবার রাত  ১০টা ৪৫ নাগাদ তরুণ চিত্রতারকা হুডসন জোসেফ মীক চলন্ত গাড়ি থেকে পড়ে যান। সেই ঘটনার ঠিক দুদিন পর তিনি হাসপাতালে মারা যান। স্থানীয় আইন অনুযায়ী বর্তমানে পুলিস তদন্ত শুরু করেছে। মীকের মা লানি ওয়েলস মীক তিনি সোশ্যাল মিডিয়াই পোস্ট করে লেখেন, 'খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমাদের ছেলে হুডসন মীক আমাদের ছেড়ে চলে গিয়েছে।' তিনি আরও বলেন, '১৬ বছর পৃথিবীর বুকে খুব ছোট্ট সময়। কিন্তু তারমধ্যেও সে গভীর প্রভাব ফেলেছে অনেকেরই উপরে।' 

আরও পড়ুন: Ranveer Allahbadia: বান্ধবীর হাত ধরে সমুদ্রে ডুবেই যাচ্ছিলেন রণবীর! ভয়ংকর পরিণতি...

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, মীক একজন অর্গান ডোনারও ছিলেন। পরিবার তাঁর এই মহৎ সিদ্ধান্তকে বাহবার সঙ্গে মেনে নিয়েছিল। এছাড়াও মীক কাজ করেছেন বেশকিছু গুরুত্বপূর্ণ সিনেমায়। পাশাপাশি টেলিভিশনও কাজ করেছিলেন তিনি। ২০২৫ সালে বেশকিছু তাঁর করা কাজ প্রকাশ পাওয়ার কথাও রয়েছে। কিন্তু সেই সবকিছুর মাঝেই তরুণ চিত্রতারকার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.