তিরস্কারের পুরস্কারে হ্যাটট্রিক সোনাক্ষির, হানি সিং- শাহরুখও কেলা দেখলেন
ওয়েব ডেস্ক: বলিউডে তিরস্কারের পুরস্কার 'গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস'-এ পরপর তিনবার সবচেয়ে খারাপ অভিনেত্রীর পুরস্কার জিতলেন সোনাক্ষি সিনহা। চলতি বছর অ্যাকশন জ্যাকসন, লিঙ্গা ও হলিডে সিনেমা খারাপ অভিনয়ের জন্য গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে সবচেয়ে জঘন্য অভিনেত্রী বিভাগে খেতাব জিতলেন বলা ভাল তিরস্কৃত হলেন শত্রুঘ্ন কন্যা। এ বার ছিল গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডেসের সপ্তম বছর। এর আগে গত বছর 'আর রাজকুমার' সিনেমার জন্য 'গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডস' জিতেছিলেন সোনাক্ষি। তার আগের বছর অর্থাত্ ২০১৩ সালে সারা বছর ধরে যা কাজ করেছিলেন তার জন্য কেলায় সেরা হয়েছিলেন তিনি।
এ বছর গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে বছরের সবচেয়ে খারাপ অভিনেতার পুরস্কার জিতলেন গুন্ডে সিনেমার জন্য অর্জুন কাপুর। প্রত্যাশামতই বছরের সবচেয়ে খারাপ সিনেমার পুরস্কার পেল সাজিদ খানের 'হামসাকলস'। বছরের সবচেয়ে বিরক্তিকর গানের জন্য 'বস বোহত হো গেয়া অ্যাওয়ার্ড' (Bas Kijiye Bahut Ho Gaya award) জিতলেন হানি সিং (ইয়ারিয়াঁ ছবিতে ব্লু হ্যায় পানি পানি গানের জন্য। বছরের সবচেয়ে খারাপ পরিচালক নির্বাচিত হয়েছেন প্রভু দেবা (অ্যাকশন জ্যাকসন সিনেমার জন্য)।
বলিউডে সবচেয়ে খারাপ অভিষেকের (Worst Debut Award)জন্য পুরস্কার জিতলেন টাইগার শ্রফ (হিরোপান্তি সিনেমার জন্য)। এখনও কেন চেষ্টা করছেন (Why Are You Still Trying Award) বিভাগে পুরস্কার জিতলেন সোনম কাপুর। কেলায় পুরস্কার জিতল বছরের সবচেয়ে বড় হিট 'পিকে'ও। পিকে জিতল ফনা অ্যাওয়ার্ড (
'PK' won the Fanaa Award for Most Pointlessly Controversial Film. )। মেরি কম সিনেমায় খারাপ উচ্চারণের জন্য তিরস্কারের পুরস্কার জিতলেন প্রিয়াঙ্কা চোপড়া। খারাপ লুকের জন্য পুরস্কার পেলেন শাহরুখ খান (হ্যাপি নিউ ইয়ার সিনেমার জন্য)। হূতিক রোশনের ব্যাং ব্যাং সিনেমাও কেলা জিতল।
এক নজরে এবারের কেলা অ্যাওয়ার্ডেসের বিজয়ীরা-
Worst Actor (Male) - Arjun Kapoor for Gunday & Everything Else
Worst Actor (Female)-Sonakshi Sinha for Action Jackson and Lingaa and Holiday
Worst Debut - Tiger Shroff for Heropanti
Worst Director - Prabhu Deva for Action Jackson
Worst Film - Humshakals
Most Irritating Song - Blue hai Paani Paani from Yaariyan
Most Atrocious Lyrics - Shabbir Ahmed for Ice Cream from The Xpose
Baawra Ho Gaya Hai Ke Award- Abhishek Sharma for The Shaukeens
RGV Ki Aag Award for Most Pointless Remake/Sequel- Bang Bang!
Why Are You Still Trying Award- Sonam Kapoor
Bas Kijiye Bahut Ho Gaya Award- Yo Yo Honey Singh
Dara Singh Award for the Worst Accent- Priyanka Chopra for Mary Kom
Khooni Dracula Award for Most Creatively Named Horror Film- 6-5=2
Shakti Kapoor Award for Misogyny In Film- Action Jackson
Jadoo Award for Most Convincing Looking Alien- Shah Rukh Khan for Happy New Year
Fanaa Award for Most Pointlessly Controversial Film- PK