পর্ন-সাইটে বিকৃত ছবি পোস্ট! মুখ খুললেন সোনা মহাপাত্র

ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে জল্পনা কম হয়নি। এখনও হয়। অনেক জল্পনার উত্তরও তিনি দিয়েছেন। কিন্তু, এবার একাধিক পর্ন সাইটে তাঁর ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগ ওঠায়, মিডিয়ার সামনে মুখ খুললেন বলিউড গায়িকা সোনা মহাপাত্র। ইতিমধ্যেই তিনি বেশকিছু হিট ছবিতে প্লে-ব্যাক করে সুনাম অর্জন করেছেন। অথচ, তাঁকে নিয়ে সময় সময় বিতর্ক ছড়িয়েছে।

সম্প্রতি, অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও নির্দেশক রাকেশ রোশনের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন সোনা। সোশ্যাল মিডিয়াতেও নিজের জোরালো পোস্ট ঘিরেও বিতর্কের ঝড় বইয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন- শিশুর নগ্ন ও পর্ণোগ্রাফি ছবি পোস্ট, ঋষি কাপুরের বিরুদ্ধে এফআইআর

কিন্তু, সেই বিতর্ক ছাড়িয়ে এবার সোনাকে নিয়ে দেখা দিয়েছে অন্য সমস্যা। সোনার অভিযোগ, তাঁর ছবি বিকৃত করে একাধিক পর্ন সাইটে পোস্ট করা হয়েছে। সেজন্য তাকে বিভিন্ন জায়গা থেকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। এমনকি প্রাণহানির হুমকিও দেওয়া হয়।

তবে, এই সমস্যা থেকে তিনি বেরিয়ে আসবেন বলে তাঁর আশা। আরও একবার নতুন উদ্যমে কাজও করবেন বলে জানিয়েছেন এই তারকা গায়িকা।

English Title: 
Sona Mohapatra on trolls, replies cyber bullies in her style
News Source: 
Home Title: 

পর্ন-সাইটে বিকৃত ছবি পোস্ট! মুখ খুললেন সোনা মহাপাত্র

পর্ন-সাইটে বিকৃত ছবি পোস্ট! মুখ খুললেন সোনা মহাপাত্র
Yes
Is Blog?: 
No