করোনা আক্রান্ত অভিনেত্রী শ্বেতা তিওয়ারি
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শ্বেতা নিজেই তাঁর COVID টেস্টের রিপোর্ট পজিটিভ আসার খবর জানান।
নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তাঁর COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। প্রথমে শ্বেতা তিওয়ারির অসুস্থ হয়ে পড়ার খবর শোনা গেলেও, তাঁর করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছিল না। পরে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শ্বেতা নিজেই তাঁর COVID টেস্টের রিপোর্ট পজিটিভ আসার খবর জানান।
শ্বেতা সাক্ষাৎকারে জানান, ''হ্যাঁ, আমার COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১৬ সেপ্টেম্বর থেকেই আমার কাশি ও গলা ব্যাথা ছিল। আমাকে বলা হল ধারবাহিকে বরুণের সঙ্গে আমার বিয়ের দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি আর ঝুঁকি না নিয়ে টেস্ট করিয়ে নি।'' শ্বেতা জানান, ''বাড়িতেই একটি আলাদা ঘরে আমি রয়েছি। সামাজিত দূরত্ব বজায় রাখার বিষয়ে আমার মেয়ে পলক খুবই সচেতন। এটা যে ভীষণই কঠিন সময়, সেবিষয়ে সন্দেহ নেই। সেটেও খুবই সমস্যার মধ্যে দিয়ে কাটছে। কবে যে আমরা এই মহামারী থেকে মুক্তি পাব জানি না।''
আরও পড়ুন-৪৩এ পা, সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে বাংলা ছবিতে তৈরি হয়েছিল নতুন 'ঘরানা'
আরও পড়ুন-'সুশান্ত মামলার সঙ্গে অবসর নেওয়ার সম্পর্ক নেই', জানালেন বিহার পুলিসের প্রাক্তন DGP
শ্বেতার ছেলে রেয়ানশের খুবই ছোট। সে কোথায় রয়েছে? প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ''রেয়ানশকে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। আমি প্রচুর জল খাচ্ছি। প্রথম তিনদিন খুব কষ্ট হয়েছে। তবে এখন অনেকটাই ভালো আছি। ১৭ তারিখে আমার প্রথম টেস্ট হয়। আবার ২৭ তারিখে টেস্ট করা হবে। ১ অক্টোবর পর্যন্ত বাড়িতে বন্দি থাকতেই হবে। তবে ২৭ তারিখ টেস্টের রিপোর্টের উপরই সব নির্ভর করছে।''
আপাতত ২ অক্টোবর পর্যন্ত শ্বেতাকে ছাড়াই শ্যুটিং হবে 'মেরে ড্যাড কি দুলহান' শোয়ের।