শ্রুতিনন্দনের ২০ বছর পূর্তিতে মুক্তি পেল চন্দনা চক্রবর্তীর ২টি অ্যালবাম
পণ্ডিত অজয় চক্রবর্তীর গানের স্কুল শ্রুতিনন্দনের ২০বছর পূর্তি। সেই উপলক্ষে একইসঙ্গে প্রকাশ করা হল তাঁর স্ত্রী চন্দনা চক্রবর্তীর দুটি অ্যালবাম।
ওয়েব ডেস্ক : পণ্ডিত অজয় চক্রবর্তীর গানের স্কুল শ্রুতিনন্দনের ২০বছর পূর্তি। সেই উপলক্ষে একইসঙ্গে প্রকাশ করা হল তাঁর স্ত্রী চন্দনা চক্রবর্তীর দুটি অ্যালবাম।
পণ্ডিত অজয় চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী এবং অনঞ্জন চক্রবর্তীর উদ্যোগে দেখতে দেখতে ২০-তে পা দিল তাঁদের সঙ্গীতের স্কুল শ্রুতিনন্দন। এই স্কুলের মাধ্যমে গড়ে উঠেছে অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যত্। এবার শ্রুতিনন্দনের ২০ বছর উপলক্ষে অন্যবারের তুলনায় বড় আয়োজন করলেন পন্ডিত অজয় চক্রবর্তী। বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য এইদিনেই মুক্তি পেল তাঁর স্ত্রী, শ্রুতিন্দনের গুরুমা চন্দনা চক্রবর্তীর নতুন গানের অ্যালবাম।
৬টি ভক্তিগান ও ৬টি রবীন্দ্রসঙ্গীতে নিয়ে এই দুটি অ্যালবাম। একটি অ্যালবামের নাম- "নতুন করে গড়ব ঠাকুর" আর অপর অ্যালবামের নাম "প্রাণসখা"। স্বভাবতই প্রথম অ্যালবাম লঞ্চে খুশি সঙ্গীতশিল্পী। অ্যালবাম লঞ্চে উপস্থিত ছিলেন শ্রুতিন্দনের নিকটজনেরা।
আরও পড়ুন, ফের পর্দায় দেবলীনা-তথাগত জুটি, ছবিতে অভিনয়ে রূপঙ্করও