Shabaash Mithu Trailer: 'মিতালির ২৩ বছরের লড়াই তুলে ধরতে পারা সৌভাগ্যের', মনে করেন তাপসী

 শুধু মাঠের মিতালির গল্প নয়, তাঁর মিতালি রাজ হয়ে ওঠার পিছনে ঘরে বাইরে রয়েছে কঠিন লড়াই, সে কাহিনীও ধরা পড়েছে ট্রেলারে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 21, 2022, 02:28 PM IST
Shabaash Mithu Trailer: 'মিতালির ২৩ বছরের লড়াই তুলে ধরতে পারা সৌভাগ্যের', মনে করেন তাপসী

নিজস্ব প্রতিবেদন : ব্যাট হাতে মাঠে নেমেছেন মিতালি (Mithali Raj)। তাঁর কাজল পরা চোখদুটি আত্মবিশ্বাসে ভরপুর। মাথার চুলে বেনী বাঁধা। আর ব্যাটে ৪-৬ এর বন্যা। সৃজিত মুখার্জি (Srijit Mukherji)র সাবাশ মিথু'র (Shabaash Mithu)ট্রেলারে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের ভূমিকায় তাপসী পান্নু (Taapsee Pannu) এভাবেই ধরা দিয়েছেন। তবে শুধু মাঠের মিতালির গল্প নয়, তাঁর মিতালি রাজ হয়ে ওঠার পিছনে রয়েছে কঠিন লড়াই, সে কাহিনীও ধরা পড়েছে ট্রেলারে। 

ট্রেলারে দেখা গেছে মাত্র ৮ বছর বয়স থেকেই 'women in blue'-টিমের স্বপ্ন দেখেছেন মিতালি। যদিও সেই স্বপ্ন পূরণ করা মোটেও সহজ ছিল না। মেয়ে আবার ক্রিকেট খেলবে! যেন এমনই প্রশ্নে মাঠে ক্যাচ ধরে ফেলার জন্য ছোট্ট মিতালিকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েও ব়্যাগিংয়ের শিকার হতে হয়েছে তাঁকে। 'সুন্দর মুখ নিয়ে কেন ক্রিকেট খেলতে এসেছ? বিয়ে করে বাচ্চার মা হও', এমন কথাও শুনতে হয়েছে। নিজের নামে জার্সি চেয়ে অপমানিত হতে হয়েছে। ভিতরে বাইরে বহু চোট আঘাত পেয়ে মিতালি রাজ হয়ে উঠেছেন ক্রিকেটার মিতালি। শুধু স্বপ্ন পূরণই নয়, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের মুকুট মাথায় বসেছে তাঁর। সেই গল্পই উঠে আসতে চলেছে 'সাবাশ মিথু' ছবিতে, ট্রেলারে মিলল তারই ইঙ্গিত।

আরও পড়ুন-জুতো পরে আদৌ কি মন্দিরে ঢুকেছিলেন রণবীর! 'ব্রহ্মাস্ত্র' বিতর্কে মুখ খুললেন পরিচালক

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

ট্রেলারে মিতালি রাজের ভূমিকায় চমকে দিয়েছেন তাপসী পান্নু। রোদে পোড়া চেহারায় তাপসী সত্যিই যেন মিতালি হয়ে উঠেছেন। তাপসীর কথায়, ''কিছু ক্রিকেটারের অজস্র রেকর্ড থাকে, আর কিছু ক্রিকেটারের থাকে অঢেল অনুরাগী। কিছু ক্রিকেটার আবার নিজেরাই অনুপ্রেরণা হয়ে ওঠেন। অন্যকে বিশ্বাস করতে শেখান তিনি পারলে অন্যেরাও পারবেন। আর মিতালি এই তিনটে দিকেই নিজের মতো করে উজ্জ্বল হয়ে উঠেছেন। গোটা বিশ্বে মহিলা ক্রিকেটের ধারণাটাই বদলে দিয়েছেন। ওঁর ২৩ বছরের লড়াইটা পর্দায় ফুটিয়ে তুলতে পারা আমার কাছে সৌভাগ্যের।''

এদিকে BCCI-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে টুইটারে শেয়ার করা হয়েছে। মহারাজের সেই টুইট রিটুইট করেছেন সচিন তেন্ডুলকর ''সাবাশ মিথুর ট্রেলার হৃদয় ছুঁয়ে গেল। মিতালি দেশের লক্ষ লক্ষ মানুষকে স্বপ্ন দেখাতে এবং তাঁদের আবেগকে অনুসরণ করতে শিখিয়েছেন। ছবিটি দেখতে আগ্রহী।''

'সাবাশ মিথু'র ট্রেলার শেয়ার করেছেন মিতালি রাজ নিজেও। আগামী ১৫ জুলাই মুক্তি পেতে চলেছে মিতালি রাজের বায়োপিক 'সাবাশ মিথু'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.