মোদীর সমর্থনে গলা চড়িয়ে 'আই অ্যাম মোদী' ক্যাম্পেনে সামিল সারা আলি খান
নিজস্ব প্রতিবেদন: এবার 'I am Modi'ক্যাম্পেনে মোদীর সমর্থনে মুখ খুললেন খোদ পতৌদি পরিবারের সন্তান সারা আলি খান। সইফ আলি খান-অমৃতা সিং-এর কন্যা সারা নিজের টুইটার হ্যান্ডেলে #IAmModi ও #VoteForChange-এ লিখেছেন ''প্রধানমন্ত্রীকে অবমাননার মানে ১২৫ কোটি দেশবাসীর অবমামনা। আপনি যতই অবমাননা করবেন তিনি ততই শক্তিশালী হবেন।''
RETWEET if you agree!
Abusing my PM is like abusing 125cr Indians, the more you abuse the more stronger he gets. #IamModi #VoteForChange
— Sara Ali Khan (@SaraKhanWorld) October 14, 2017
একথা লেখার পাশাপাশি যাঁরা মোদীকে সমর্থন করেন তাঁদেরকে রিটুইট করতেও বলেন সারা। তাতে অবশ্য সবাই সারাকে সমর্থন জানিয়েছেন তেমনটা নয়। সেখানে কেউ সারার মতামতের পক্ষে, আবার কেউ বিপক্ষে টুইট করেছেন।
well said. Jai Ho Vande Matram Jai Hind
— Nation_First (@My_Nation_First) October 14, 2017
Wel said Sara..congres looted our motherland 60+ years but they stund by 3yers devp. under Modiji, now mad dogs option baseless barking.
— Roshan B.L (@Roshu135) October 14, 2017
sabas ladki we proud of u
— RAVI ROGER (@RAVIROGER44) October 14, 2017
Hey mam we live in a democratic country and we have right to oppose the PM, CM, etc. And that's the only true democracy is #modibhakt you r.
— hemin Champaneri (@heminchampaneri) October 14, 2017
Don't fall for this #IamModi #VictimCard ignore there incessant crying and screaming of Modi Sycophants and #VoteForChange
— Nitesh Pandey (@NiteshP33964174) October 14, 2017
गाली दे देकर तो मोदीजी को मजबूत बना रहे हैं, गाली देने वाले, बढ़िया है
— श्रीकांत मिश्रा। (@ShriKan15035383) October 14, 2017
And killed innocent people like in Gujarat particularly Muslim sects Ur PM # terrorism created
— Aijaz Rasool (@aijazrasool61) October 14, 2017
প্রসঙ্গত, দু'দিন আগেই মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন কর্ণাটকের মন্ত্রী আর রোশন বেগ। আর পরই মোদীর সমর্থনে ক্যাম্পেন #IAmModi ও #VoteForChange এ ক্যাম্পেন শুরু করেন নেটিজেনরা। এবার সেই ক্যাম্পেনেই সামিল হলেন পতৌদি পরিবারের সদস্যা, বলিউডের নবাগতা অভিনেত্রী সারা আলি খান।
পাশাপাশি দেশে অনুপ্রবেশ রোখার পক্ষেও সওয়াল করে টুইট করেন সারা। তাঁর কথায় 'দিওয়ালিতে শব্দবাজি বন্ধের পরিবর্তে বাংলাদেশী ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করুন।' তাঁর এই টুইটের সপক্ষেও মতামত জানিয়ে রিটুইট করতে বলেন।
My Lord,
Please ban Bangladeshi and Rohingyas instead of Cracker ban in Hindustan!RETWEET if you agree!#DeportillegalMigrants
— Sara Ali Khan (@SaraKhanWorld) October 13, 2017