উচ্চ রক্তচাপে ভুগছেন, ঘুম নেই সলমনের চোখে
বৃহস্পতিবারের পর আরও এক রাত জেলেই কাটাতে হচ্ছে সলমন খানকে। কিন্তু, জানেন কি শুক্রবার জেলের মধ্যে সারা রাত জেগেই কাটান সলমন।
নিজস্ব প্রতিবেদন : সলমন খানের জামিনের আবেদনের শুনানি মামলা স্থগিত হয়ে যায় শুক্রবার। ফলে শনিবার ওই মামলার রায়দান হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাত, আরও এক রাত জেলেই কাটাতে হচ্ছে সলমন খানকে। কিন্তু, জানেন কি শুক্রবার জেলের মধ্যে সারা রাত জেগেই কাটান সলমন।
আরও পড়ুন : শুধু সলমন নন, কৃষ্ণসার শিকার করেছিলেন সইফের বাবা মনসুর আলি খানও
সূত্রের খবর, শুক্রবার রাতে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগতে থাকেন সলমন। রক্তচাপ কমানোর জন্য সলমনকে ওসুধও খেতে হয়। পাশাপাশি, বৃহস্পতিবার রায়্দানের পর, চিন্তা কমানোর জন্য বোন আলভিরা খানের হাত থেকে ওষুধ খেতেও দেখা যায়। কিন্তু, জেলে ঢোকার পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে সলমন খানের। এরপরই উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন সমস্যা শুরু হয়। ফলে রাতে রুটি, ছোলার ডাল কিংবা বাধাকপি কোনও কিছুই মুখে তোলেননি সলমন।
আরও পড়ুন : রাতে রুটি, ছোলার ডালে আপত্তি, সকালে চা, ডালিয়াও খেলেন না সলমন
পাশপাশি শুক্রবার সকালেও জেলের চা, ডালিয়া কিংবা খিচুড়ি খাননি অভিনেতা। সকাল ৬.৩০ নাগাদ শুধু চা এবং গ্লুকোজ বিস্কুট খান তিনি। এরপর দুধ-এর জন্য আবেদন করেন। যার জন্য জেল কর্তৃপক্ষকে ৪০০ টাকা দিতে হয়।