ভাঙল ১৫ বছরের রীতি, সলমন খানের বাড়িতে এবার হবে না গণপতি পুজো, জেনে নিন কেন?

Updated By: Aug 20, 2017, 12:02 PM IST
ভাঙল ১৫ বছরের রীতি, সলমন খানের বাড়িতে এবার হবে না গণপতি পুজো, জেনে নিন কেন?

ওয়েব ডেস্ক: কলকাতায় ‌যখন ক্রমশ জমে উঠতে শুরু করেছে পুজোর বাজার, তখন মুম্বই তৈরি গণপতি উৎসবের জন্য। প্রতি বছর মুম্বইয়ের একাধিক সেলিব্রিটির বাড়িতে পূজিত হন গণপতি বাপ্পা। তার মধ্যে অন্যতম সলমন খান। গত ১৫ বছর ধরে প্রতি বছর 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এ গণেশ পুজোর আয়োজন করেন সল্লু ভাই। ‌যদিও এবছর ভাঙতে চলেছে সেই প্রথা। এবছর সলমনের বাড়িতে হবে না গণেশ পুজো। বদলে গণপতি পুজোর আয়োজন চলছে সলমনের বোন অর্পিতার বাড়িতে। ‌

আরও পড়ুন - অবশেষে শুরু শ্যুটিং, প্রভাসের '‍সাহো'র জ্বরে আক্রান্ত হায়দরাবাদ

আসলে 'টাইগার জ়িন্দা হ্যায়' ছবির শ্যুটিংয়ে বর্তমানে আবু ধাবিতে রয়েছেন সলমন। ‌যার ‌জেরে এবার গণপতি উৎসবে সামিল হওয়া হবে না তাঁর। সলমন বাড়িতে না থাকায় পুজো অর্পিতার বাড়িতে করার সিদ্ধান্ত নিয়েছে খান পরিবার। গতবারও 'টিউবলাইট' এর শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় গণপতি উৎসবে সামিল হতে পারেননি সলমন।

আরও পড়ুন - পিসিমণির '‍সাধ'‍-এ গিয়ে '‍মস্তি'‍র সঙ্গে মস্তিতে ক্ষুদে তৈমুর

এক সাক্ষাৎকারে সলমন জানিয়েছিলেন, বোন অর্পিতার আবদার মেনেই প্রথমবার খানেদের বাড়িতে গণপতি পুজোর আয়োজন হয়েছিল। সেই থেকে এই ধারার ব্যতিক্রম হয়নি। গণপতির ওপর অগাধ আস্থা রয়েছে সলমনেরও। বহুবার গণপতি তাঁকে বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। 

 

.