পিসিমণির '‍সাধ'‍-এ গিয়ে '‍মস্তি'‍র সঙ্গে মস্তিতে ক্ষুদে তৈমুর

Updated By: Aug 19, 2017, 05:24 PM IST
পিসিমণির '‍সাধ'‍-এ গিয়ে '‍মস্তি'‍র সঙ্গে মস্তিতে ক্ষুদে তৈমুর

ওয়েব ডেস্ক: খুব তাড়াতাড়িই মা হতে চলেছেন সোহা আলি খান। সোহার সেই মাতৃত্বকে সেলিব্রেট করতে ভারতীয় প্রথা অনু‌যায়ী ঘটা করে আয়োজন করা হয়েছিল '‍সাধ ভক্ষণ'‍ অনুষ্ঠানের। সেখানে হাজির ছিলেন বৌদি করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, কঙ্কনা সেনশর্মা, নেহা ধুপিয়া সহ আরোও বেশ কয়েকজন। তবে অনুষ্ঠানের নিয়ম ভেঙে উপস্থিত ছিলেন আরেক তারকাও।

ইনি আর কেউ নন, ইনি হলেন সইফ-করিনা পুত্র ছোটে নবাব তৈমুর। আসলে সন্তানসম্ভবা মহিলাদের এই '‍সাধ ভক্ষণ'‍ অনুষ্ঠানে থাকতে পারেন শুধু মহিলারাই। তবে এক্ষেত্রে অবশ্যই তৈমুর ব্যতিক্রম, পিসিমণি সাধে তৈমুর থাকবে না তা কি হয়! সেই ‌যে এখন খান পরিবারের নয়নের মণি। এদিন সারা দিনে প্রচুর ছবি তোলা হলেও ভাইপো তৈমুরের সঙ্গে তাঁর ছবিকেই দিনের বেস্ট ছবি বলে মনে করছেন পিসিমণি সোহা। ছবিতে সোহা ও কুণাল খেমুর পোষ্য '‍মস্তি'‍র সঙ্গে দিব্যি মস্তিতে ছিল ছোট্ট তৈমুর।

আরও পড়ুন- বিকিনিতে সোশ্যাল সাইটে ঝড় আলান্না পান্ডের, জানেন ইনি কে?

কিছুদিন আগে অবশ্য ভাবী '‍মা'‍ সোহার জন্য আরও এক '‍সাধ ভক্ষণ'‍ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে করিনা-করিশ্মার সঙ্গে দেখা গিয়েছিল সইফ-অমৃতার পুত্র ইব্রাহিম ও কন্য সারা আলি খানকেও।

আরও পড়ুন-কীসের ব্রেকআপ! গুজবকে বুড়ো আঙুল দেখিয়ে ডিনার ডেটে দীপ্পি-আরএস

.