#সল্লুরসাজা- ভক্তদের চোখে জল, আম আদমি দোলাচলে

রিন্টু সকাল থেকেই বেশ টেনশনে ছিল। জিমে শারীরিক কসরত শেষে আজ ওর আইডলের ছবিতে একটু বেশিক্ষণ ধরেই মাথা নিচু করেছিল ও। রিন্টুর দিনের একটা বড় সময় যায় ওর আইডল সলমনের মত শরীর গড়ার জন্য। তারপর নেটটা অন করেই পেল খবরটা। খবরটা শুনেই রিন্টুর মত শক্ত ছেলেটা ভেঙে পড়ল চোখের জলে। এত বড় শাস্তি...জীবনের এতগুলো বছর বিয়োগ হয়ে গেল একটা ভুলে! রিন্টু ফোন ঘোরালো ওর প্রিয় বন্ধু রিয়াকে। রিয়ারও ওদিকে একই রকম অবস্থা। ফোনটা ধরে রিয়া কাঁদল, বলল যদি একটা দুর্ঘটনার জন্য সলমনকে কেউ ঘৃণা করে, তাহলে অনেক জীবন বাঁচানোর জন্য ওর অগণিত ভালবাসা প্রাপ্য। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আজ শুধু সলমন আর সলমন। সলমনের ভক্তরা বলছেন, সেলেব বলেই সলমনকে এমন সাজা পেতে হল।  

Updated By: May 6, 2015, 01:24 PM IST
#সল্লুরসাজা- ভক্তদের চোখে জল, আম আদমি দোলাচলে

ওয়েব ডেস্ক: রিন্টু সকাল থেকেই বেশ টেনশনে ছিল। জিমে শারীরিক কসরত শেষে আজ ওর আইডলের ছবিতে একটু বেশিক্ষণ ধরেই মাথা নিচু করেছিল ও। রিন্টুর দিনের একটা বড় সময় যায় ওর আইডল সলমনের মত শরীর গড়ার জন্য। তারপর নেটটা অন করেই পেল খবরটা। খবরটা শুনেই রিন্টুর মত শক্ত ছেলেটা ভেঙে পড়ল চোখের জলে। এত বড় শাস্তি...জীবনের এতগুলো বছর বিয়োগ হয়ে গেল একটা ভুলে! রিন্টু ফোন ঘোরালো ওর প্রিয় বন্ধু রিয়াকে। রিয়ারও ওদিকে একই রকম অবস্থা। ফোনটা ধরে রিয়া কাঁদল, বলল যদি একটা দুর্ঘটনার জন্য সলমনকে কেউ ঘৃণা করে, তাহলে অনেক জীবন বাঁচানোর জন্য ওর অগণিত ভালবাসা প্রাপ্য। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আজ শুধু সলমন আর সলমন। সলমনের ভক্তরা বলছেন, সেলেব বলেই সলমনকে এমন সাজা পেতে হল।  
     
শুধু একা রিন্টু নয় আজ দেশের বহু সল্লু সমর্থকদের ওর মতই অবস্থা। মুম্বই থেকে মালদা, কলকাতা থেকে কানপুর। সলমন খানের ভক্তদের চোখের জল আজ মিলেমিশে একাকার। তবে তারও মধ্যে অনেকে বলছেন, জেল থেকে ফিরে এসে ফের স্বহিমায় দেখা যাবে সলমনকে।

তবে এই বিষয়ে সাধারণ মানুষের মতামতটা মিশ্র। কেউ কেউ বলছেন, লঘু পাপে গরু শাস্তি হল। আবার অনেকে বলছেন, এই রায়ের পর দেশের বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা বাড়বে। তুমি যত বড়ই হও না কেন, আইনের উর্ধ্বে কেউ নয়।

.