এবার সলমনের নামে ক্যাফে তুরস্কে

বলিউডের হট "দাবাঙ্গ বয়" সবসময়েই খবরের শিরোনামে। তিনি যেখানেই যান সেখানেই তাঁর ক্যারিশম্যায় মশগুল হয়ে যায় আট থেকে আশি। তুরস্কে "এক থা টাইগার"-এর শুটিং-এর সময়ও সেই ধারা পুরোমাত্রায় বজায় রাকলেন সলমন। আর সলমন ম্যাজিকে এতটাই মজেছে তুরস্ক যে মারডিন শহরের বিখ্যাত ক্যাফে ডেল-মারের নাম বদলে রাখা হয়েছে সলমন খান ক্যাফে!

Updated By: Aug 9, 2012, 06:24 PM IST

বলিউডের হট "দাবাঙ্গ বয়" সবসময়েই খবরের শিরোনামে। তিনি যেখানেই যান সেখানেই তাঁর ক্যারিশম্যায় মশগুল হয়ে যায় আট থেকে আশি। তুরস্কে "এক থা টাইগার"-এর শুটিং-এর সময়ও সেই ধারা পুরোমাত্রায় বজায় রাকলেন সলমন। আর সলমন ম্যাজিকে এতটাই মজেছে তুরস্ক যে মারডিন শহরের বিখ্যাত ক্যাফে ডেল-মারের নাম বদলে রাখা হয়েছে সলমন খান ক্যাফে!
সূত্রের খবর "এক থা টাইগার"-এর শুটিং-এর সময় সলমন ও সেটের অন্যান্য কলাকুশলীরা প্রায়েই মারডিনের ক্যাফে ডেল-মারে যেতেন। ক্যাফেটা ছিল তাঁদের শুটিং স্পটের খুব কাছে। তবে সলমন ঐ ক্যাফের বেশকিছু পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন। এমনকী জানা গেছে সলমন ক্যাফেটির সাজসজ্জা, সঙ্গীত, খাবার এবং পানীয়ের মেনুতে প্রভূত পরিবর্তনও আনেন। কিছুদিনের মধ্যেই নতুন সাজে সেজে ওঠে ক্যাফে ডেল-মার। যশ রাজ ফিল্মের একজন মুখপাত্রর বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ নতুন পরিবেশে পরিণত হয় ক্যাফে ডেল-মার। খুব স্বাভাবিক ভাবেই টার্কির জনপ্রিয় হ্যাঙ্গআউট পয়েন্ট এখন বলিউড "ওয়ান্টেড"-এর নামে নামাঙ্কিত হয়ে যায়।

.