এবার সলমনের নামে ক্যাফে তুরস্কে
বলিউডের হট "দাবাঙ্গ বয়" সবসময়েই খবরের শিরোনামে। তিনি যেখানেই যান সেখানেই তাঁর ক্যারিশম্যায় মশগুল হয়ে যায় আট থেকে আশি। তুরস্কে "এক থা টাইগার"-এর শুটিং-এর সময়ও সেই ধারা পুরোমাত্রায় বজায় রাকলেন সলমন। আর সলমন ম্যাজিকে এতটাই মজেছে তুরস্ক যে মারডিন শহরের বিখ্যাত ক্যাফে ডেল-মারের নাম বদলে রাখা হয়েছে সলমন খান ক্যাফে!
বলিউডের হট "দাবাঙ্গ বয়" সবসময়েই খবরের শিরোনামে। তিনি যেখানেই যান সেখানেই তাঁর ক্যারিশম্যায় মশগুল হয়ে যায় আট থেকে আশি। তুরস্কে "এক থা টাইগার"-এর শুটিং-এর সময়ও সেই ধারা পুরোমাত্রায় বজায় রাকলেন সলমন। আর সলমন ম্যাজিকে এতটাই মজেছে তুরস্ক যে মারডিন শহরের বিখ্যাত ক্যাফে ডেল-মারের নাম বদলে রাখা হয়েছে সলমন খান ক্যাফে!
সূত্রের খবর "এক থা টাইগার"-এর শুটিং-এর সময় সলমন ও সেটের অন্যান্য কলাকুশলীরা প্রায়েই মারডিনের ক্যাফে ডেল-মারে যেতেন। ক্যাফেটা ছিল তাঁদের শুটিং স্পটের খুব কাছে। তবে সলমন ঐ ক্যাফের বেশকিছু পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন। এমনকী জানা গেছে সলমন ক্যাফেটির সাজসজ্জা, সঙ্গীত, খাবার এবং পানীয়ের মেনুতে প্রভূত পরিবর্তনও আনেন। কিছুদিনের মধ্যেই নতুন সাজে সেজে ওঠে ক্যাফে ডেল-মার। যশ রাজ ফিল্মের একজন মুখপাত্রর বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ নতুন পরিবেশে পরিণত হয় ক্যাফে ডেল-মার। খুব স্বাভাবিক ভাবেই টার্কির জনপ্রিয় হ্যাঙ্গআউট পয়েন্ট এখন বলিউড "ওয়ান্টেড"-এর নামে নামাঙ্কিত হয়ে যায়।