প্রোমো বিতর্কে ফাঁসল হিরোইন

রিয়লিস্টিক চিত্রপরিচালক মধুর ভান্ডারকরের সব ছবিই কোনো না কোনোভাবে বিতর্কে জড়িত থাকে। ব্যতিক্রম হয়নি `হিরোইন`-এর ক্ষেত্রেও। নায়িকা নির্বাচন থকে ছবির পোস্টার কোনওভাবেই বিতর্ক পিছু ছাড়ছে না `হিরোইন`-এর। আর এবার নতুন বিভ্রাট বেঁধেছে ছবির প্রোমো নিয়ে।

Updated By: Aug 9, 2012, 05:10 PM IST

রিয়লিস্টিক চিত্রপরিচালক মধুর ভান্ডারকরের সব ছবিই কোনো না কোনোভাবে বিতর্কে জড়িত থাকে। ব্যতিক্রম হয়নি `হিরোইন`-এর ক্ষেত্রেও। নায়িকা নির্বাচন থকে ছবির পোস্টার কোনওভাবেই বিতর্ক পিছু ছাড়ছে না `হিরোইন`-এর। আর এবার নতুন বিভ্রাট বেঁধেছে ছবির প্রোমো নিয়ে।
ট্রেলরে দেখা গেছে করিনা বলছেন, "মিডিয়ার উচিত ফিল্মের স্ক্রিপ্ট লেখা। কোনো নায়িকা গাড়ি কিনলে বলা হয় কোনো ব্যবসায়ী তাঁকে সেটা গিফ্ট করেছেন, হিরোইন লস এঞ্জেলস গেলে বলা হয় সে প্লাস্টিক সারজারি করিয়েছে, আর ভগবান না করুন, যদি সে দুবাই যায়, তাহলে তাঁর জন্য রেট কার্ড তৈরি হয়ে যায়।" বিতর্ক বেঁধেছে বেবোর এই ডায়লগ নিয়েই। যদিও, মধুরের সাফ কথা সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই রিলিজ করা হয়েছে প্রোমো। কিছু মানুষ এটা নিয়ে আপত্তি করেছে ঠিকই। তবে কাউকে ছোটো দেখানো তাঁদের উদ্দেশ্য নয়।
মধুরের বক্তব্য ছবিতে করিনা এই কথাগুলো কিছু মানুষের ধারণা হিসাবে উল্লেখ করেছেন। ব্যক্তিগতভাবে দুবাই তাঁর খুব পছন্দের শহর। তবে খুব তাড়াতাড়ি প্রোমো পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মধুর। চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে `হিরোইন`। বরাবরই মৌলিক বিষয় নিয়ে ছবি করা মধুরের ওপর স্বাভাবিক ভাবেই পাহাড় প্রমাণ প্রত্যাশা দর্শকদের। সব বিতর্কের অবসান ঘটিয়ে মধুরের ছবির মধুরেণ সমাপয়েত্‍ দেখার অপেক্ষাতেই আপাতত দিন গুণছেন তাঁরা।

.