নতুন বিজ্ঞাপনে পুরনো রসায়নে হাজির সলমন-ক্যাটরিনা, দেখুন ভিডিও

Updated By: Aug 28, 2017, 04:10 PM IST
নতুন বিজ্ঞাপনে পুরনো রসায়নে হাজির সলমন-ক্যাটরিনা, দেখুন ভিডিও

ওয়েব ডেস্ক: প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে খুব শীঘ্রই নতুন ছবি টাইগার জিন্দা হ্যায়-তে দেখা যাবে বলিউডের ভাইজান সলমন খানকে। রুপোলি পর্দায় সলমন-ক্যাটরিনার কেমিস্ট্রি দর্শকদের অজানা নয়। প্রেমের সম্পর্ক না থাকলেও কাজের তাগিদে তাঁরা একে অপরের সঙ্গে কাজ করে গিয়েছেন। সম্পর্ক ভাঙার প্রভাব পড়েনি তাঁদের কাজে।

সম্প্রতি সলমন খান টুইটারে একটি বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে ক্যাটরিনা কাইফের সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে। দেখে নিন সেই ভিডিওটি।

 

প্রসঙ্গত, বর্তমানে সলমন-ক্যাটরিনা টাইগার জিন্দা হ্যায় ছবির জন্য আবু ধাবিতে শ্যুটিংয়ে ব্যস্ত। ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর।

.