শ্যুটিং না করেই ‘কপিল শর্মা শো’ থেকে ফিরে গেলেন অজয় দেবগণ! কিন্তু কেন?

Updated By: Aug 28, 2017, 02:21 PM IST
শ্যুটিং না করেই ‘কপিল শর্মা শো’ থেকে ফিরে গেলেন অজয় দেবগণ! কিন্তু কেন?

ওয়েব ডেস্ক: খুব শীঘ্রই মুক্তি পাবে অজয় দেবগণ, ইলিয়ানা ডিক্রুজ, এষা গুপ্তা, এমরান হাসমি অভিনীত ছবি বাদশাহো।আর সেই ছবির প্রোমোশনের জন্য দ্য কপিল শর্মা শোয়ে শ্যুটিং করার কথা ছিল তাঁদের। কিন্তু শ্যুটিং না করেই ফিরে আসতে হল অজয় দেবগণ এবং বাকিদের। কিন্তু কেন?

জানা গিয়েছে, শনিবার সকালে কপিল শর্মা শোয়ে শ্যুটিংয়ের জন্য সময় মতো সেটে পৌঁছে যান অজয় দেবগণ, এমরান হাসমি, ইলিয়ানা ডিক্রুজ, এষা গুপ্তারা। কিন্তু সেটে আসেননি শোয়ের সঞ্চালক কপিল শর্মা। এমনকী তাঁকে ফোন করা হলে দেখা যায়, তাঁর ফোনও বন্ধ। কপিল শর্মার জন্য অপেক্ষা করে থেকে ফিরে যান বাদশাহো ছবির অভিনেতা-অভিনেত্রীরা। এমনটা প্রথমবার নয়, কপিল শর্মার অনুপস্থিতির কারণে এর আগে শাহরুখ খান এবং অনুষ্কা শর্মাকেও ফিরে যেতে হয়েছিল। তাছাড়া, কিছুদিন আগে বিজেপি নেতা এবং ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারিকেও কপিল শর্মার শো থেকে শ্যুটিং না করে ফিরে যেতে হয়েছিল।

 

.