Saif Ali Khan stabbed: নিজের বাড়িতেই একের পর এক কোপ সইফ আলি খানকে, লীলাবতী হাসপাতালে ভর্তি বলিউড স্টার

Saif Ali Khan stabbed: বুধবার রাতে দুটো নাগাদ ওই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়

Updated By: Jan 16, 2025, 10:29 AM IST
Saif Ali Khan stabbed: নিজের বাড়িতেই একের পর এক কোপ সইফ আলি খানকে, লীলাবতী হাসপাতালে ভর্তি বলিউড স্টার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের বাড়িতেই ছুরিকাহত বলিউড স্টার সইফ আলি খান। বুধবার রাতে বান্দ্রা ওয়েস্টে সইফের এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতন্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ। তখনই ওই ব্যক্তি সইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। তাতেই আহত হন সইফ। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই তাঁর অস্ত্রোপচার চলছে বলে খবর।

আরও পড়ুন-রাজ্যে ঢুকছে কনকনে উত্তুরে হাওয়া, শীতের শেষ ইনিংসে হু হু করে নামবে তাপমাত্রা

মুম্বই পুলিসের তরফে বলা হয়েছে, গতকাল রাত দুটো নাগাদ সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে এক ব্যক্তি। ঘরে ঢুকেই বাড়ির কাজের লোকের সঙ্গে চেঁচামেচি শুরু করে দেয় ওই ব্যক্তি। ঘরে সেইসময় ছিলেন করিনা কাপুর, তৈমূল, জে। আওয়াজ শুনে ওই ব্যক্তিতে বাধা দিতে যান সইফ আলি খান। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। তখনই সইফকে ধারল অস্ত্রের কোপ বসিয়ে দেয় ওই ব্যক্তি।

নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য করিনা, তৈমুর, জে-সহ সইফ ছিলেন সুইত্জারল্যান্ডে। সেখানে থেকে সম্প্রতি মুম্বইয়ে ফিরেছেন। এর মধ্যেই এই হামলা। কীভাবে নিরাপত্তার বেড়া ডিঙিয়ে ওই ব্যক্তি ঘরে ঢুকে পড়ল তা নিয়ে তদন্ত করছে মুম্বই পুলিস।

উল্লেখ্য, সইফ আলি খানকে শেষবার দেখা গিয়েছে দেবাবা ২ তে। তাঁর সঙ্গে ছিলেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ। একাধিক তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ভাষায় ওই ছবি রিলিজ করা হয়।

লীলাবতী হাসপাতালের সিইও ডা নীরজ উত্তামানি জানিয়েছেন, সইফের শরীরে ৬টি ক্ষত রয়েছে। তার মধ্যে ২টি বেশ গভীর। এর মধ্যেই শিরদাঁড়ার কাছে। একজন কসমেটির সার্জেন-সব  চিকিত্সকরদের একটি টিম সইফের অস্ত্রোপচার করছে।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.