রঘুবেন্দ্রর পোষাকেই ছাদনাতলায় সইফ

আর মাত্র দুদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন ছোটে নবাব। সম্পূর্ণ নবাবি পোষাকেই যে তিনি ছাদনাতলায় যাবেন তা একেবারেই প্রত্যাশিত। আর স্বাভাবিক ভাবেই সেই পোষাক ডিজাইন করার ভারও পড়েছে বলিউডের `নবাব অফ ফ্যাশন` রঘুবেন্দ্র রাঠোরের উপর।

Updated By: Oct 14, 2012, 10:12 PM IST

আর মাত্র দুদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন ছোটে নবাব। সম্পূর্ণ নবাবি পোষাকেই যে তিনি ছাদনাতলায় যাবেন তা একেবারেই প্রত্যাশিত। আর স্বাভাবিক ভাবেই সেই পোষাক ডিজাইন করার ভারও পড়েছে বলিউডের `নবাব অফ ফ্যাশন` রঘুবেন্দ্র রাঠোরের উপর।
`একলব্য` ছবিতে সইফের কস্টিউম ডিজাইন করার পর থেকেই তাঁর পছন্দের তালিকায় রয়েছেন রঘু। বিয়ের জন্য প্রায় এক বছর ধরে পরিকল্পনা করেছেন দুজনে। ৩ মাস আগে বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকেই নাওয়া-খাওয়া ভুলে রঘুবেন্দ্র লেগে পড়েছেন বিশেষ বন্ধুর, বিশেষ দিনের পোষাক পরিকল্পনায়। মনসুর আলি খান পতৌদির ওয়ার্ডরোব থেকে আইডিয়া নিয়ে তৈরি করেছেন কারুকাজহীন স্লিক বেনারসি ব্রোকেড আচকান। সঙ্গে যোধপুরি চোস্ত আর পাগড়ি। আচকানে দু-ধরণের নবাবি বোতামের মিশেল রেখেছেন রঘুবেন্দ্র। করিনার পোষাকের সঙ্গে মানানসই করতে বুকে গুঁজে দিয়েছেন পকেট স্কার্ফও। তিন-চার দিন ধরে চলবে সইফ-করিনার বিয়ের অনুষ্ঠান। সইফের জন্য প্রায় ৮-৯ খানা পোষাক বানিয়েছেন রঘুবেন্দ্র। তার মধ্যে রাজত্ব করছে ছোটে নবাবের পছন্দের বন্ধগলা সুট।
রয়্যাল ওয়েডিং-য়ের আমেজ বজায় রাখতে রঘুবেন্দ্র বিয়ের থিম কালার হিসেবে বেছে নিয়েছেন সোনালি। বেনারসি ব্রোকেডের পাশাপাশি সারা ভারতের বিভিন্ন প্রদেশে থেকে তুলে এনে সিল্ক, কটন, ভেলভেট ব্যবহার করেছেন রঘুবেন্দ্র। "আমার মনে হয় সইফ এই প্রজন্মের অন্যতম স্টাইলিশ পুরুষ। স্টাইল সম্পর্কে ওর ধারণাও অসাধারণ। কাজেই আমার কাছে সইফের বিয়ে মানে দারুণ একটা ব্যাপার", কপুর রাজকন্যার মনের মানুষটির সম্বন্ধে এরকমই ভাবেন রঘুবেন্দ্র।
শুধু দুলহা-র কস্টিউমই নয়। সইফের গোটা পরিবারের পোষাক পরিকল্পনারই ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন রঘু। ছোটে নবাবের ছেলে ইব্রাহিমের জন্যও তাঁর ঠাকুরদার স্টাইলে আচকান তৈরি হচ্ছে। এমনকী, বলিউডি গেস্ট লিস্টেরও অনেকেই রঘুর দারস্থ হয়েছেন।

.