ভিডিয়ো: স্টেডিয়ামের ঢোকার মুখে পাক সমর্থকের বিদ্রূপ, নবাবি কেতায় জবাব সইফের
গত ১৬ জুন ছিল ভারত-পাকিস্তানের ম্যাচ।
নিজস্ব প্রতিবেদন: ভারত-পাকিস্তানের ক্রিকেটযুদ্ধ দেখতে গিয়ে পাক সমর্থকের ব্যঙ্গের মুখে পড়লেন সইফ আলি খান ও সহ-অভিনেত্রী আলেইয়া এফ। স্টেডিয়ামে ঢোকার মুখেই তাঁদের দিকে বাঁকা মন্তব্য ছুঁড়ে দেন জনৈক পাক সমর্থক।
গত ১৬ জুন ছিল ভারত-পাকিস্তানের ম্যাচ। মাঠে খেলা দেখতে যান সইফ আলি খান। সঙ্গে ছিলেন তাঁর আগামী ছবি 'জওয়ানি জানেমন'-এর অভিনেত্রী আলেইয়া এফ। স্টেডিয়ামে ঢুকতে যাবেন, ঠিক তখনই একজন পাকিস্তানি সমর্থক অপমান করেন তাঁদের। সইফের উদ্দেশে ওই ব্যক্তি ব্যঙ্গ করে বলতে থাকে, 'ভারতীয় দলের একাদশ জলবাহক। উনি সব ছবিতেই পাকিস্তানিদের মেরেছেন। সবসময় নিজের দেশকে সমর্থন করেন।" সঙ্গে চলতে থাকে ভিডিয়ো শ্যুটিং। কয়েকবার "অ্যায় সইফু" বলে ডাকতেও শোনা যায় ওই ব্যক্তিকে। এমনকি আলিয়া এফকে 'বিটিয়া রানি' বলে শ্লেষ ছোড়ে ওই পাক সমর্থক।
কিন্তু, সইফ এসবে কোনও পাত্তাই দেননি। কারও প্ররোচনায় পা দেওয়ার পাত্র নন পতৌদির নবাব। নবাবি ভঙ্গিতেই হাঁটতে হাঁটতে স্টেডিয়ামে ঢুকে যান। আলেইয়াকেও আগলে রাখেন।
লন্ডনে আগামী ছবির শ্যুটিং করছেন সইফ আলি খান-আলেইয়া এফ। ছবির নাম 'জওয়ানি জানেমন'। পুজা বেদীর মেয়ে আলেইয়ার অভিষেক ছবি এটি। ছবিতে আলিয়ার বাবার ভূমিকায় রয়েছেন সইফ। তাঁর বিপরীতে দেখা যাবে তাবুকে।
ছেলে তৈমুরকেও বাবার সঙ্গে দেখা গিয়েছে শ্যুটিংস্থলে। শুধু তাই নয়, করিনা ও করিশ্মাও রয়েছেন লন্ডনে। করিনার পরবর্তী ছবি 'আংরেজি মিডিয়াম'-এর শ্যুটও চলছে লন্ডনে। ছবিতে তাঁকে দেখা যাবে একজন পুলিস আধিকারিকের চরিত্রে। মুখ্য চরিত্রে রয়েছেন ইরফান খান ও রাধিকা মদন।
আরও পড়ুন- বায়োপিকে এবার দ্যুতি? চরিত্রায়ণে কঙ্গনাকে চান সমকামী অ্যাথলিট