অনিল কাপুরের ছেলের সঙ্গে লুকিয়ে দেখা করছেন সইফ কন্যা সারা?
Updated By: Nov 7, 2017, 04:15 PM IST
নিজস্ব প্রতিবেদন: সইফ কন্যা সারা এবং অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের মধ্যে সম্পর্ক কি এখনও রয়েছে? সম্প্রতি ফের এমনই জল্পনা শুরু হয়েছে বি টাউন জুড়ে।
কেদারনাথ-এর শুটিংয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন সারা। শোনা যাচ্ছে, মির্জিয়া অভিনেতা হর্ষবর্ধন কাপুরের সঙ্গে তাঁর নাকি আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে। হর্ষবর্ধনকে না-পসন্দ অমৃতার। আর তাই মেয়ের বাধা দেন তিনি। সারা এবং হর্ষবর্ধন কাপুরের ব্রেকআপের পিছনে শোনা যায় এমনই গুঞ্জন। কিন্তু, মায়ের আপত্তি সত্ত্বেও হর্ষবর্ধন কাপুরের সঙ্গে নাকি এখনো দেখা করছেন সারা। এমনকী, তাঁদের দু’জনকে একসঙ্গে দেখেছেন অনেকে।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় ফাঁস সোনাক্ষীর স্নানের ছবি, দেখুন
যদিও বিষয়টি নিয়ে স্পিকটি নট সারা আলি খান এবং হর্ষবর্ধন কাপুর দু'জনেই।
হর্ষবর্ধনের সঙ্গে সারা..