নিজের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং সচিন
নিজের বায়োপিকে অভিনয় করছেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর।
ওয়েব ডেস্ক: নিজের বায়োপিকে অভিনয় করছেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর।
মুম্বইয়ের এক প্রোডাকশন হাউস জানিয়েছে মাস্টার ব্লাস্টারের জীবন নিয়ে তৈরি সিনেমা পরিচালনা করবেন ব্রিটিশ পরিচালক জেমস এরসকাইন।
প্রোডাকশন হাউসটির এক মুখপাত্র জানিয়েছেন ''যেহেতু সচিনের ক্রিকেট কেরিয়ার মোটামুটি সবারই জানা, এই সিনেমাটি মূলত লিটল মাস্টারের ব্যক্তিগত জীবনের উপর ভিত্তি করে তৈরি হবে।''
২০১৩ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন সচিন। তাঁর ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির অবিশ্বাস্য রেকর্ড।
২০১৩ সালে ভারত রত্ন পুরস্কার পান বিশ্ব ক্রিকেটের এই জীবন্ত কীংবদন্তি। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ।
এখনও পর্যন্ত সচিনের বায়োপিকের নাম ঠিক হয়নি। তবে সিনেমাটি ৯০ মিনিট থেকে ২ ঘণ্টার হবে। ২০০নটআউট নামের প্রোডাকশন কোম্পানিটি জানিয়েছে এই বছরের শেষে অথবা গত বছরের শুরুতে মুক্তি পাবে এই বায়োপিক। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই সিনেমার শ্যুটিং।