ক্যান্সারের চিকিৎসা শেষে দেশে ফিরেই বালাজি মন্দিরে পুজো দিলেন ঋষি কাপুর

 নেটিজেনদের অনেকেই বলে বসলেন গতজন্মে নিশ্চয় তামিলিয়ান ছিলেন নীতু।

Updated By: Sep 7, 2019, 04:51 PM IST
ক্যান্সারের চিকিৎসা শেষে দেশে ফিরেই বালাজি মন্দিরে পুজো দিলেন ঋষি কাপুর

নিজস্ব প্রতিবেদন:  দীর্ঘ চিকিৎসার পর অবশেষে দেশে ফিরেছেন। আর দেশে ফিরেই স্ত্রী নীতু কাপুরকে সঙ্গে নিয়ে শুক্রবার পুজো দিতে সোজা তিরুপতি বালাজি মন্দিরে হাজির হয়েছিলেন ঋষি কাপুর। পুজো দিয়ে বের হয়ে সেখানকার স্থানীয় এক রেস্তোরাঁতে পৌঁছেছিলেন ঋষি ও নীতু কাপুর। রেস্তারাঁতে বসেই নীতু কাপুর যেভাবে তামিল ভাষায় কথা বললেন তা শুনলে যে কেউ চমকে যাবেন। তাঁর এভাবে অবলীলায় তামিল বলা শুনে নেটিজেনদের অনেকেই বলে বসলেন গতজন্মে নিশ্চয় তামিলিয়ান ছিলেন নীতু।

সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ভিডিয়ো শেয়ার করে নীতু কাপুর লিখেছেন, ''বালাজি দর্শনের পর কিছু তামিল দুরূচ্চার্য শব্দ বলে মনোরঞ্জনের চেষ্টা করছি।'' নীতুর এমন সুন্দর তামিল উচ্চারণ শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

আরও পড়ুন-দিব্যি আছেন, মহেশ ভাটের মৃত্যুর গুজব ওড়ালেন পূজা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

নীতু কাপুরের মুখে এমন তামিল শুনে কেউ লিখেছেন, ''গত জন্মে নীতুজি নিশ্চয় তামিলিয়ান ছিলেন। ''

গত ৪ সেপ্টেম্বর নিজের ৬৭ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন ঋষি কাপুর। প্রসঙ্গত গত বছর ২৯ সেপ্টেম্বর আমেরিকার উদ্দেশ্য উড়ে গিয়েছিলেন ঋষি কাপুর। দীর্ঘ ১ বছর ক্যান্সারের চিকিৎসার জন্য সেখানেই ছিলেন কিংবদন্তি এই অভিনেতা। 

আরও পড়ুন-ইসরোর জন্য গর্ব হয়, চন্দ্রযান ৩ এর স্বপ্ন দেখছে বলিউড

.