সুশান্তের মৃত্যু মামলা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এবার CBI তদন্তের আর্জি রিয়ার

 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেই CBI আবেদন জানিয়ে টুইট করলেন রিয়া চক্রবর্তী। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 16, 2020, 04:56 PM IST
সুশান্তের মৃত্যু মামলা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এবার CBI তদন্তের আর্জি রিয়ার

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় বহুদিন হল CBI তদন্তের দাবি তুলেছেন অনেকেই। এবার ওই একই দাবিতে সরব হলেন সুশান্তের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী। তাও আবার প্রকাশ্যেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেই CBI আবেদন জানিয়ে টুইট করলেন রিয়া চক্রবর্তী। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে রিয়া দুটি টুইট করেছেন। প্রথম টুইটে রিয়া লিখেছেন, ''আমি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের আকষ্মিক মৃত্যুর ১ মাস পার হয়ে গিয়েছে। সরকারের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তবুও ন্যায় বিচারের স্বার্থে আমি আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করছি, এই মামলায় CBI তদন্ত হোক।''

দ্বিতীয় টুইটে রিয়া আবারও লিখেছেন, ''আমি হাতজোড় করছি, এই মামলায় CBI তদন্তের ব্যবস্থা করা হোক। আমি জানতে চাই কীসের চাপে ও এমন পদক্ষেপ করেছে।''

আরও পড়ুন-রেস্তোরাঁর ঢঙে বাড়িতেই 'ক্যান্ডেল লাইট ডিনার' রাজ-শুভশ্রীর

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty) on

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর থেকে তাঁকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিয়া। বিষয়টি নিয়ে তিনি সাইবার ক্রাইম শাখার সাহায্যও চেয়েছেন। হুমকি পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রিয়া লিখেছিলেন, ''আমাকে এর আগে খুনি, সোনার খননকারী বলে, বেশ্যা বলে আক্রমণ করা হয়, তবে আমি চুপ ছিলাম। এবার আমাকে বলা হচ্ছে, আমি আত্মহত্যা না করলে, ধর্ষণ করে খুন করা হবে। আপনি কী বলছেন বুঝতে পারছেন? আইনের চোখে এগুলি অপরাধ, কেউ কাউকে এভাবে আক্রমণ করতে পারেন না।''

আরও পড়ুন-সুশান্তের মৃত্যুতে লাগাতার আক্রমণ, Instagram-এ প্রাইভেট অ্যাকাউন্ট খুললেন করণ!

আরও পড়ুন-দত্তক নেওয়ার পর নিশাকে বাড়িতে এনেছিলেন এই দিনেই, বিশেষ দিনটি সেলিব্রেট করলেন সানি লিওন

যদিও রিয়া CBI তদন্তের আর্জি জানানোর পরেই তাঁকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি নেটিজেনরা। রিয়াকে আক্রমণ করে এক ব্যক্তি লিখেছেন, ''সুশান্ত বেঁচে থাকাকালীন, ওর সঙ্গে সমস্ত সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন, মৃত্যুর পর কেন এই কথা বলছেন''। কেউ আবার লিখেছেন, ''একসময় সুশান্ত আপনার ছবি পোস্ট করার পর তা মুছে ফেলতে বাধ্য করেছিলেন, আর এখন এই দাবি করছেন।'' কেউ আবার লিখেছেন, ''দয়া করে নাটক বন্ধ করুন।'' 

.