চলে গেলেন রবি চোপড়া

প্রয়াত হলেন চিত্র পরিচালক রবি চোপড়া। গত ২ বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। অবশেষে বুধবার দুপুর ৩টে নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

Updated By: Nov 12, 2014, 06:42 PM IST
চলে গেলেন রবি চোপড়া

ওয়েব ডেস্ক: প্রয়াত হলেন চিত্র পরিচালক রবি চোপড়া। গত ২ বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। অবশেষে বুধবার দুপুর ৩টে নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

প্রযোজক পরিচালক বি আর চোপড়ার ছেলে ও যশ চোপড়ার ভাইপো রবি চোপড়ার পরিচালিত প্রথম ছবি জমির(১৯৭৫)। এরপর দ্য বার্নিং ট্রেন(১৯৮০), মজদুর(১৯৮৩), দহলিজ(১৯৮৬), বাগবান(২০০৩) ও বাবুল(২০০৬) ছবি পরিচালনা করেন তিনি। বি আর চোপড়ার মৃত্যুর পর ভূতনাথ ও ভূতনাথ রিটার্নস প্রযোজনা করেন রবি।

আশির দশকের শেষ দিকে টেলিভিশনের কালজয়ী সিরিয়াল মহাভারত পরিচালনা করেন রবি চোপড়া। ২০০২ সালে টেলিভিশনে রামায়নও পরিচালনা করেন তিনি। এছাড়াও জন্য কিছু পৌরাণিক ধারাবাহিক পরিচালনা করেছেন রবি। এর মধ্যে রয়েছে বিষ্ণু পুরাণ ও মা শক্তি। কিছুদিনের মধ্যেই পৌরাণিক ধারাবাহিক বাসুদেব-কৃষ্ণ পরিচালনা করার কথা ছিল তাঁর।

 

.