Bangladeshi actress | Zakia Bari Mamo: 'ধর্ষণ নিকৃষ্টতম ঘটনা, সে চিন্তা থেকেই নাটকটি', কেন বললেন বাংলাদেশি নায়িকা জাকিয়া?
Bangladeshi actress | Zakia Bari Mamo: নাটকটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। এটি চলতি মাসেই ইউটিউবে প্রকাশ হবে বলে জানান নির্মাতা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাকিয়া বারী মম নাটক এবং ওয়েব সিরিজের নিয়মিত মুখ। এই অভিনেত্রীকে সত্য ঘটনা অবলম্বনে ‘টু বি অর নট টু বি’ নাটকে দেখা যাবে। নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ কাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন মম।
আরও পড়ুন: Bangladesh: থাকবে না বঙ্গবন্ধুর ছবি! বদলের বাংলাদেশে এবার আসছে নতুন টাকা...
নাটক প্রসঙ্গে তিনি বলেন, “কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনা আবার চোখের সামনে এলো। এ ধরনের চরিত্রে কাজ করা বেশ কষ্টদায়ক। মানসিকভাবে বিপর্যস্ত থাকি। তারপরও অভিনয়শিল্পী হয়ে পর্দায় নানা চরিত্রে আসা লাগে।”
তিনি একই সঙ্গে আরও বলেন, “ধর্ষণ খুবই নিকৃষ্টতম একটি ঘটনা। যা একজন নারীর জীবনে ঘটে। এ সভ্য সমাজে এটি আমরা কখনো চাই না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নারীর জীবনে কী ধরনের অ্যাফেক্ট পড়ে, সে চিন্তা থেকেই নাটকটি নির্মিত হয়েছে।” নাটকটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। এটি চলতি মাসেই ইউটিউবে প্রকাশ হবে বলে জানান নির্মাতা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)