Allu Arjun| Pushpa 2 The Rule Review: তিন ঘণ্টার 'মেগা এন্টারটেনার', ফিরে এসে ‘পুষ্পা ২’র কালেকশন কত? কতটা জ্বলল আগুন

Allu Arjun| Pushpa 2 The Rule Review: আল্লু আর্জুন এবং রশ্মিকা মন্দানার ক্রেজ কলকাতা শহরে এতটা ছিল না। কিন্তু একুশের পর বদলে যায় সবকিছুই। এই শহর যেমন প্রাচীন তেমনই একটু প্রাচীনপন্থী এই শহরের সিনেমা ভালো লাগা।

Updated By: Dec 5, 2024, 07:06 PM IST
Allu Arjun| Pushpa 2 The Rule Review: তিন ঘণ্টার 'মেগা এন্টারটেনার', ফিরে এসে ‘পুষ্পা ২’র কালেকশন কত? কতটা জ্বলল আগুন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সকাল ৭টা সল্টলেকের একটি সিনেমা হলের বাইরে উপচে পরা ভিড়। বৃহস্পতিবার অফিসের ভিড়ের মাঝে একদল সিনেমাপ্রেমী লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে হলের বাইরে। যানজট খানিকটা হলেও বেশি। চারিদিকে দেখা যাচ্ছে সারি সারি কালো মাথার ঢল। চলন্ত সিঁড়ি দাঁড় করিয়ে দিতে হয়েছে যাতে মানুষ দাঁড়াতে পারে। আজ ‘পুষ্পা ২’-ডে। ২০২১ থেকে ‘পুষ্পা ’র রাজত্ব শুরু। কাঁপিয়েছে বক্স অফিস। এবার সেই হাইপ ধরে রাখার পালা। তাই ‘পুষ্পা’ আল্লু অর্জুনের কাঁধে এবারে ‘ওয়াইল্ড ফায়ার’ হওয়ার গুরুদায়িত্ব। ভরসা তিনি রেখেছিলেন পরিচালক সুকুমারের উপরে। সুকুমার সুনিপুণভাবেই সেই ভরসার মান রাখার আপ্রাণ চেষ্টা করেছেন।  

আরও পড়ুন: Naga Chaitanya-Sobhita Dhulipala Wedding: চারহত হল এক! অবশেষে একসঙ্গে থাকার অঙ্গীকার নাগা-শোভিতার...

আল্লু আর্জুন এবং রশ্মিকা মন্দানার ক্রেজ কলকাতা শহরে এতটা ছিল না। কিন্তু একুশের পর বদলে যায় সবকিছুই। এই শহর যেমন প্রাচীন তেমনই একটু প্রাচীনপন্থী এই শহরের সিনেমা ভালো লাগা। ছোটবেলা থেকে সিঙ্গেল স্ক্রিনের সামনে শাহরুখ থেকে সলমানের পাহাড়প্রমাণ কাটআউটে মালা পরিয়ে সিনেমা দেখতে যাওয়া দর্শকের। এখন নতুন ভালো লাগা আল্লু এবং রশ্মিকা। 

বুক মাই শোতে ৮.৭/১০। প্রায় সাড়ে ১৭ হাজার মানুষ রিভিউ দিয়েছে। প্রথমদিনই বক্স অফিস কালেকশন ছিল প্রায় ৬০ কোটি টাকা। জাওয়ানের পর আল্লুর এই সিনেমা। প্রায় তিন বছর ধরে ‘পুষ্পা’র সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। প্রত্যাশা পাহাড় প্রমাণ। চন্দনকাঠের চোরাকারবারের মজদুর হিসেবে পুষ্পা কাজ করেছে। আজ সেই চোরাকারবারের সিন্ডিকেটের মাথা সে। এবার সেই চোর-পুলিসের খেলার মাঝেই রাজনীতির জটিলতা। সবকিছুর মধ্যে একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে পুষ্পা। যেমন অ্যাকশন তেমনই রোমান্স। নাম হি কাফি হে। পুষ্পা বলেই লোকে ৩ ঘণ্টা ১৫ মিনিটের সিনেমা। 

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার গান তুমুল ভাইরাল হয়েছিল। এখনও অনুরাগীদের মুখে মুখে ফেরে ‘শ্রীভল্লি’, ‘স্বামী স্বামী’, ‘উ আন্টওয়া’। সেই তুলনায় ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার গান বড়ই দুর্বল। ‘স্বামী’ গানের নতুন ভার্সান ছাড়া আর কোনও গানই মন কাড়তে পারল না। এ ছবিতে সামান্থা রুথ প্রভুর দুরন্ত নাচ না দেখতে পাওয়ার আক্ষেপও রইল। ‘উ আন্টওয়া’ গানে নায়িকা যে উষ্ণ আবহ তৈরি করেছিলেন তা করতে পারলেন না শ্রীলীলা। সবমিলিয়ে বলতে গেলে ছবির প্রথমার্ধের কিছু জায়গা ধীর গতির। তবে দ্বিতীয় ভাগ টানটান ও অ্যাকশনে ভরপুর।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.