'মেরে উমর কে নও জওয়ানো' গানে বাবা ঋষি কাপুরের সঙ্গে নাচছেন রণবীর, ভাইরাল ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে বাবা-ছেলের এই স্টেজ পারফরম্যান্সের ভিডিয়ো। 

Updated By: Oct 11, 2019, 05:23 PM IST
'মেরে উমর কে নও জওয়ানো' গানে বাবা ঋষি কাপুরের সঙ্গে নাচছেন রণবীর, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: মঞ্চে চলছে 'মেরে উমর কে নও জওয়ানও' গান। আর সেই গানের সঙ্গে জমিয়ে নাচছেন ঋষি কাপুর ও তাঁর ছেলে রণবীর কাপুর। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে বাবা-ছেলের এই স্টেজ পারফরম্যান্সের ভিডিয়ো। 

ভিডিয়োটি যদিও পুরনো। ২০১২ সালে IIFA-র মঞ্চে একসঙ্গে নেচেছিলেন বাবা-ছেলে ঋষি ও রণবীর কাপুর। স্বামী ও ছেলের এমন পারফরম্যান্স দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন খোদ নীতু সিং কাপুর। আনন্দে চোখ ছলছল করে উঠেছিল তাঁর। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে ফের একবার ভাইরাল হয়েছে এই নাচের ভিডিয়ো। পারফরম্যান্সের শেষে অবশ্য বাবা ঋষি কাপুরের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায় রণবীরকে।

আরও পড়ুন-দুর্গাপুজো দেখতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কাও, ভাইরাল ভিডিয়ো

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, রণবীর এই মুহূর্তে ব্যস্ত তাঁর আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' ও 'শামসেরা' ছবির শ্যুটিংয়ে। আর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ঘরে ফিরেছেন ঋষি কাপুর। তিনিও ফের সিনেমার পর্দায় ফিরতে আগ্রহী। ভক্তদের আশা সিনেমার পর্দাতেও কোনও না কোনও ছবিতে দেখা যাবে বাবা-ছেলের এই জুটি। 

আরও পড়ুন-পুজো মণ্ডপে ঢাকের তালে জমিয়ে নাচছেন নুসরত, ভাইরাল ভিডিয়ো

.