দুর্গাপুজো দেখতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কাও, ভাইরাল ভিডিয়ো

এখানেই শেষ নয়, এবার মুখোপাধ্যায় বাড়ির পুজোয় হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও।

Updated By: Oct 11, 2019, 04:05 PM IST
দুর্গাপুজো দেখতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কাও, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: এবছর মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয় বসেছিল চাঁদের হাট। কে না যাননি সেখানে! বাড়ির পুজোয় প্রত্যেকবারের মতোই হাজির ছিলেন রানি মুখোপাধ্যায়, কাজল, তনুজা, অয়ন মুখোপাধ্যায়, শর্বাণী মুখোপাধ্যায়রা। তবে তাঁরা ছাড়াও সেখানে দেখা যায় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, হৃত্বিক রোশন, রাকেশ রোশন, অনুরাগ বসু, রণবীর কাপুর, আলিয়া ভাটদের। এখানেই শেষ নয়, এবার মুখোপাধ্যায় বাড়ির পুজোয় হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও।

'দ্যা স্কাই ইজ পিঙ্ক' ছবির প্রচারে আপাতত মুম্বইতেই রয়েছেন প্রিয়াঙ্কা। তাই দুর্গাপুজো দেখার সুযোগটা হাত ছাড়া করেননি তিনিও। গোলাপি রঙের গর্জিয়াস সালোয়ার স্যুটে দেখা যায় প্রিয়াঙ্কাকে। মণ্ডপে রানি মুখোপাধ্যায়ের তুতো ভাই তথা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় পিগি চপসকে। প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে দেখা যায় মুখোপাধ্যায় পরিবারের সদস্য তথা প্রযোজক শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে (অয়ন মুখোপাধ্যায়ের দাদু)। সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এদিন প্রিয়াঙ্কার সঙ্গে অবশ্য দেখা যায়নি নিক জোনাসকে।

আরও পড়ুন-পুজো মণ্ডপে ঢাকের তালে জমিয়ে নাচছেন নুসরত, ভাইরাল ভিডিয়ো

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

প্রসঙ্গত, মুখোপাধ্য়ায় পরিবারে পুজোর তত্ত্বাবধানে থাকেন শশধর মুখোপাধ্যায় অর্থাৎ কাজলের দাদু। প্রসঙ্গত, শশধর মুখোপাধ্যায়ের ছেলে সোমু মুখোপাধ্যায়ের সঙ্গেই বিয়ে হয়েছিল তনুজার। আবার শশধর মুখোপাধ্যায়ের আরেক সন্তান দেব মুখোপাধ্যায়ের ছেলে হলেন অয়ন মুখোপাধ্যায়। এছাড়াও তাঁর আর তিন সন্তান রয়েছেন যাঁরা হলেন রণো মুখোপাধ্যায়, জয় মুখোপাধ্যায় ও সুবীর মুখোপাধ্যায়। অন্যদিকে শশধর মুখোপাধ্যায়ের বড় ভাই রবীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের ছেলে রাম মুখোপাধ্যায়ের মেয়ে হলেন রানি মুখোপাধ্যায়। কাপুর পরিবারের মতোই মুখোপাধ্যায় পরিবারেও বলিউডের ফিল্মি দুনিয়ার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত।

আরও পড়ুন-ভিয়েতনামে ছুটির আনন্দে অভিনেত্রী মনামী ঘোষ

.