কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৫তম বছরটা দেখে নেব বলেছিলাম, অভিমানী প্রসেনজিৎ

 নতুন চেয়ারম্যান করা হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীকে।

Updated By: Aug 17, 2019, 11:09 PM IST
কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৫তম বছরটা দেখে নেব বলেছিলাম, অভিমানী প্রসেনজিৎ

নিজস্ব প্রতিবেদন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে না জানিয়েই চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে। জি ২৪ ঘণ্টায় এক্সক্লুসিভ সাক্ষাত্কারে আবেগপ্রবণ  হয়ে পড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।                

প্রসেনজিৎ বলেন,'কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উত্সব একটা অসম্ভব আবেগের জায়গা। ওখানে সিনেমা দেখে বড় হয়েছি। আজ নানাভাবে লোকে বিদেশি ছবি দেখে। কিন্তু তখন তিন-চারটে শিফটে কাজ করে দৌড়ে দৌড়ে যেতাম। মন খারাপ একটাই কারণ, কেউ একজন ফোন বা হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানাতে পারত। খুব সমস্যা না হলে আমি সকলের উত্তর দিই। কষ্ট লেগেছে।' 

কিন্তু তিনি সময় দিতে পারছিলেন না বলে অভিযোগ। প্রসেনজিৎ স্বীকার করে নিয়ে বললেন, 'সময়ের সমস্যা আছে। ছেলেকে নিয়ে বাইরে যাওয়া, গুমনামীর রিলিজ, তারপর অতনুর ছবি। কলকাতা চলচ্চিত্র উতসবের এটা ২৫ বছর। এনিয়ে অফিসিয়াল ও আনঅফিসিয়াল বৈঠকও হয়েছিল। কৌশিক ছিল, হর (হরনাথ চক্রবর্তী) ছিল। প্রস্তাব দিয়েছিলাম, ২৫ বছরে গৌতম (গৌতম ঘোষ) বা বাবু দা (সন্দীপ রায়) চেয়ারম্যান থাকুক। আমি পরের বছর করব। এবছরটা আমি দেখে দেব। যে মানুষটা এটা বলেছিলেন, তাঁর সঙ্গে এমন ব্যবহার দুঃখের।'

প্রসঙ্গত, পুজোর পরই কলকাতায় বসবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। অতিসম্প্রতি নতুন চেয়ারম্যান করা হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীকে।

আরও পড়ুন- আরও একটা পুরসভা ধরে রাখতে অক্ষম হল বিজেপি, নৈহাটিতে 'তৃণমূলওয়াপসি'

.