'মেরুদণ্ড নেই অমিতাভ, সচিন, তব্বুদের', JNU নিয়ে ঝাঁঝাল আক্রমণ তারকাদের

ভাইরাল হতে শুরু করে অমিতাভদের পুরনো ভিডিয়ো 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 9, 2020, 01:03 PM IST
'মেরুদণ্ড নেই অমিতাভ, সচিন, তব্বুদের', JNU নিয়ে ঝাঁঝাল আক্রমণ তারকাদের

নিজস্ব প্রতিবেদন: JNU নিয়ে নীরব রয়েছেন তাঁরা৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ে আন্দোলনরত পড়ুয়াদের নিয়ে কোনও মন্তব্য করেননি কিংবা তাঁদের পাশে দাঁড়াননি৷ এক এক সময়ে কেন এক এক ধরনের মন্তব্য করেন এই সেলেবরা, এবার সে বিষয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা৷  সম্প্রতি ভাইরাল হয় সচিন তেন্ডুলকর, (Amitabh Bachchan) অমিতাভ বচ্চন, তব্বু, অনুপম খের, অপর্ণা সেনদের একটি ভিডিয়ো৷ যেখানে 'ম্যায় হিন্দুস্থানি' বলে সওয়াল করতে শুরু করেন সেলেবরা৷ 

আরও পড়ুন : নানা পাটেকরের সঙ্গে ধর্ষণে অভিযুক্ত আশারাম বাপুর তুলনা করলেন তনুশ্রী দত্ত
ওই ভিডিয়ো (Viral) ভাইরাল হওয়ার পরই প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ৷ সেলেবরা কেন এক এক সময় এক এক ধরনের ব্যবহার করেন এবং জেএনইউ নিয়ে কিছু বলছেন না তা নিয়ে তোলা হয় প্রশ্ন৷ পাশাপাশি একমাত্র শাবানা আজমি এবং অপর্ণা সেন-এরই মেরুদণ্ড রয়েছে৷ সেই কারণে তাঁরা প্রতিবাদ করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায়৷ 'ম্যায় হিন্দুস্থানি' নামে ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর এবার এভাবেই কটাক্ষও করা হয় নেটিজেনদের তরফে৷

আরও পড়ুন :  অন্তঃসত্ত্বা কল্কি গোলাপি বিকিনিতে করলেন ফটোশ্যুট, দেখুন অভিনেত্রীর ছবি
দেখুন...

 

সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের উপর মুখোশধারী দুষ্কৃতীদের হামলা নিয়ে সরব হন সেলেবরা৷ শাবানা আজমি থেকে শুরু করে স্বরা ভাস্কর, আয়ুষ্মান খুরানা, ফারহান আখতার-রা তীব্র প্রতিবাদ করেন ওই ঘটনার৷ বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে আন্দোলনকারীদের নৈতিক সমর্থন জানান দীপিকা৷ কিন্তু অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, (Sachin Tendulkar) সচিন তেন্ডুলকররা কেন JNU নিয়ে মুখ খুলছেন না, তা নিয়ে তোলা হয় প্রশ্ন৷

.