FIFA world cup 2022 : শাকিরা, জেনিফারদের সঙ্গে নাম লেখাচ্ছেন, 'ফিফা ২০২২'-এর মঞ্চে নোরা

FIFA-র মিউজিক ভিডিয়ো 'Light the Sky'-এও দেখা যাবে তাঁকে।  ইতিমধ্যেই তাঁর একটি ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ফিফা-র এই মিউজিক ভিডিয়োতে নোরা ছাড়াও দেখা যাবে ইয়েমেনের গায়িকা বালকিস ফাথি, মরোক্কান পপ গায়িকা মানাল, ইরাকের গায়িকা রিয়াদ-কে। গানটির প্রযোজনা করছে খ্যাতনামা প্রযোজনা সংস্থা রেডওয়ান। ৭ সেপ্টেম্বর, অর্থাৎ শুক্রবারই মুক্তি পেতে চলেছে ফিফার 'Light the Sky'। আর তারপরই আন্তার্জাতিক মঞ্চে উচ্চারিত হতে চলেছে নোরার নাম। জানা যাচ্ছে, নোরা শুধু ফিফার মঞ্চে পারফর্ম-ই করবেন না, হিন্দিতে গানও গাইবেন।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 7, 2022, 03:58 PM IST
FIFA world cup 2022 : শাকিরা, জেনিফারদের সঙ্গে নাম লেখাচ্ছেন, 'ফিফা ২০২২'-এর মঞ্চে নোরা

Nora Fatehi, FIFA World Cup 2022, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : এবার আন্তর্জাতিক মঞ্চে আগুন ধরাতে চলেছেন বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফতেহি। ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা। তিনিই একমাত্র অভিনেত্রী যিনি ডিসেম্বর ২০২২-এর মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন। বলা ভালো, শাকিরা ও জেনিফার লোপেজদের মতো আন্তর্জাতিক মানের তারকাদের তালিকায় এবার নাম লেখাতে চলেছেন নোরা ফতেহি। 

ডিসেম্বরে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর মঞ্চে পারফর্ম করার কথা নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে সকলকে জানিয়েছেন নোরা। শুধু তাই নয়, FIFA-র মিউজিক ভিডিয়ো 'Light the Sky'-এও দেখা যাবে তাঁকে।  ইতিমধ্যেই তাঁর একটি ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ফিফা-র এই মিউজিক ভিডিয়োতে নোরা ছাড়াও দেখা যাবে ইয়েমেনের গায়িকা বালকিস ফাথি, মরোক্কান পপ গায়িকা মানাল, ইরাকের গায়িকা রিয়াদ-কে। গানটির প্রযোজনা করছে খ্যাতনামা প্রযোজনা সংস্থা রেডওয়ান। ৭ সেপ্টেম্বর, অর্থাৎ শুক্রবারই মুক্তি পেতে চলেছে ফিফার 'Light the Sky'। আর তারপরই আন্তার্জাতিক মঞ্চে উচ্চারিত হতে চলেছে নোরার নাম। জানা যাচ্ছে, নোরা শুধু ফিফার মঞ্চে পারফর্ম-ই করবেন না, হিন্দিতে গানও গাইবেন।

আরও পড়ুন-বক্স অফিসে ঝড়, মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ক্লাবে 'পোন্নিয়িন সেলভান-১'

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nora Fatehi (@norafatehi)

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

এদিকে বেশকিছুদিন আগে  ২০০ কোটির আর্থিক তছরূপের মামলায় নাম জড়িয়েছে নোরা ফতেহির। এই মামলায় দিল্লি পুলিসের ইকনমিক উইংস নোরাকে জিজ্ঞাসাবাদও করেছে। এই তোলাবাজির মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদেরই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে দিল্লি পুলিসের ইকনমিক উইংসের দায়ের করা FIR-এর ভিত্তিতেই এই আর্থিক তছরুপের মামলার তদন্ত চালাচ্ছে ED (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। 

প্রসঙ্গত, জন্মসূত্রে নোরা ফতেহি একজন কানাডিয়ান। তাঁর বেড়ে ওঠা মরোক্কান ও কানাডিয়ান পরিবারে। যদিও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'হৃদয়ে ভারতীয় বলে নিজেকে অভিহীত করেছেন নোরা।' ২০১৪ সালে 'রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস'-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখবেন নোরা। একাধিক হিন্দি ছবির আইটেম নম্বরে দেখা গিয়েছে তাঁকে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.