টলিউডে স্বজনপোষণের অভিযোগ, তিনিও কি বঞ্চিত! কী বললেন সুদীপ্তা চক্রবর্তী?

 Zee 24Ghanta-র লাইভে নিজের মতামত জানালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 20, 2020, 08:35 PM IST
টলিউডে স্বজনপোষণের অভিযোগ, তিনিও কি বঞ্চিত! কী বললেন সুদীপ্তা চক্রবর্তী?

নিজস্ব প্রতিবেদন : বলিউডের পর টলিউডেও উঠেছে স্বজনপোষণের অভিযোগ। শুক্রবারই এনিয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণা সহ একাধিক জনের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শনিবার এই স্বজনপোষণ প্রসঙ্গেই Zee 24Ghanta-র লাইভে নিজের মতামত জানালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

সুদীপ্তা চক্রবর্তীকে প্রশ্ন করা হয় 'বাড়িওয়ালি' ছবির জন্য জাতীয় পুরস্কার, তারপর লম্বা সময়ের বিরতির। পরে আবারও 'ওপেন টি বায়োস্কোপ' বায়োস্কোপ, 'উড়নচণ্ডী' সহ অন্যান্য ছবি, এই যে দীর্ঘসময়ের অনুপস্থিতির কারণও কি স্বজনপোষণ? উত্তরে সুদীপ্তা বলেন, ''আমি কখনও কাউকে জিজ্ঞাসা করিনি। আমার মনে হয় আমারই কোথাও খামতি ছিল, আমি ঠিক খবরে থাকতে পারিনি। অস্বীকার করার জায়গা নেই, এটা শিল্প হলেও আদপে ব্যবসা। আর এটাই বাস্তব। মার্কেটে কে চলছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কথা শুনে কারোর খারাপ লাগতে পারে, তবে এটাই সত্যি। এই মুহূর্তে সলমন যদি লাইভ করেন, আপনি আমাকে অপেক্ষা করিয়ে সলমন খানকেই ধরবেন। কারণ, ওনার চাহিদা বেশি, দর্শক বেশি। আপনি সলমনকে না দেখিয়ে আমাকে দেখালে অন্য চ্যানেল সেটা দেখিয়ে দেবে।''

আরও পড়ুন-শ্রীলেখা মিত্রের স্বজনপোষণের অভিযোগ, মুখ খুললেন স্বস্তিকা!

সুদীপ্তা আরও বলেন, ''আমাকে নেওয়া হবে, কি হবে না, এটাও বাজার ঠিক করে। বাড়িওয়ালিতে পরিচারিকার চরিত্রে অভিনয় করার পর বাজারে কোথাও ঠিক হয়ে যায়, আমাকে ওই চরিত্রেই মানায়। অন্য চরিত্রে নয়। তাই বাড়িওয়ালির পর একাধিক পরিচারিকার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, এমনকি ঋতুপর্ণ ঘোষের কাছ থেকেও। কিন্তু আমি করিনি। সেগুলো যদি আমি করতে থাকতাম, তাহলে হয়ত খবরে থাকতাম। এখানে আমি বাজারের থেকে শিল্পী সত্ত্বাকে গুরুত্ব দিয়েছিলাম।''

স্বজনপোষণ বা ব্যক্তিগত সম্পর্ক কাজের জগতকে প্রভাবিত কি করতে পারে? এর উত্তরে সুদীপ্তা বলেন, ''পরিচালক যদি পুরুষ হন, তাহলে তিনি তাঁর ছবিতে যে পুরুষকে বারবার নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন ওঠে না। তবে যে মহিলাকে বারবার নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। যাঁর বঞ্চিত হন, তাঁদের মনে হয়, যে তিনি যোগ্য ছিলেন, কিন্তু পেলেন না। এটা যে আমারও কখনও মনে হয়নি, তা নয়। তবে বাংলা বা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা বা অভিনেত্রীকে এক স্থানে বসানো হয় না। এমন অসংখ্য নায়িকার নাম বলতে পারি, তাঁরা অভিনয়টা বিশেষ পারেন না। তবুও তাঁরা নায়িকা, কারণ, তাঁদের চাহিদা আছে। তাঁরা মানুষের ভালোবাসা পেয়েছেন ও হিট ছবি দিয়েছেন। তাই ভালো অভিনেত্রী হলেই যে তিনি নায়িকা হবেন, এমনটা নয়। ''

আরও পড়ুন-শ্রীলেখা মিত্রের স্বজনপোষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়

আরও পড়ুন-শ্রীলেখা মিত্রের অভিযোগ নিয়ে কী বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অশোক ধানুকা?

টলিউডে কাজ পাওয়ার পিছনে একটা গোষ্ঠী কাজ করে, এমন অভিযোগ উঠেছে, আর এর অভিমুখ ঋতুপর্ণা, প্রসেনজিতের দিকে। এনিয়ে কী বলবে? জবাবে সুদীপ্ত বলেন, ''আজ অবধি আমি এমন কোনও বাংলা ছবি করিনি, যেখানে আমিই প্রধান চরিত্র। তবে একমাত্র ছবি যেখানে আমি প্রধান চরিত্রে ছিলাম, সেটা উড়নচণ্ডী। আর ঘটনাচক্রে এটার প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। আর এটা আমার পরিচালক স্বামী অভিষেকের (সাহা) প্রথম ছবি। স্বজনপোষণের বিবাদ আসতে পারে বলেই প্রথমে আমি এটাতে কাজ করতে চাইনি। অভিষেকের কাজ ভালো লাগায় বুম্বাদা বলেছিলেন, ও যদি কখনও ছবি পরিচালনা করে তাহলে আমায় বলিস। এক্ষেত্রে প্রযোজক নিজেই অভিষেককে খুঁজে নিয়েছিলেন। অভিষেককে প্রযোজক খুঁজতে হয়নি। এই যে নিরন্ত বলে যে ছবিটি মুক্তি পাচ্ছে, তিনিও নতুন পরিচালক, তাঁকেও বুম্বাদা কাজ করতে উৎসাহিত করেছেন। আমি অভিনেতা, অভিনেত্রীদের কথা বলতে পারব না, তবে যেটা চোখে দেখছি, বলছি।''

টালিগঞ্জে কি তাহলে সত্যিই স্বজনপোষণের দাগ লাগেনি? এ প্রশ্নের উত্তরে সুদীপ্ত বলেন, ''না প্রচুর দাগ রয়েছে। সেই দাগ তুলতে গেলে প্রচুর সাবান লাগবে। তবে আমার মনে সেই দাগের পিছনে ছুটতে গেলে আমার কাজ করা হবে না। পজিটিভ থাকতেই হবে। ছোটবেলায় মিষ্টির দোকানে যে কাকুকে বসতে দেখেছি, বড় হলে তাঁর ছেলেকে সেখানে দেখেছি। অন্য কাউকে নয়। তাই এটা থাকবেই। আমারও খারাপ লাগা রয়েছে। আমার হয়ত যেটা পাওয়ার ছিল সেটা হয়ত আমি পাইনি। তবে সেই খারাপটাকে ধরে রেখে চললে হবে না ''

আরও পড়ুন-ইন্ডাস্ট্রিতে গডফাদার হিসবে নম্বর ওয়ান বুম্বাদা, বিস্ফোরক অভিযোগ শ্রীলেখার

.